পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। Rసి(t হয়। ইহার পূৰ্ব্বে মোগল সাম্রাজ্যের কোন স্থানে তাহার। দুর্গনিৰ্ম্মাণ করিতে সক্ষম হন নাই । * ইংরাজের বহুদিন হইতে যে বিষয়ের চেষ্টা করিতেছিলেন, এতদিনে তাহ ফলোমুখী হইতে চলিল দেখিয়া তাহারা সোৎসাহে কলিকাতাস্থ আপনাদিগের কুষ্ঠা মুরক্ষিত করিতে প্রবৃত্ত হন। ১৬৯৭ খৃঃ অব্দের জানুয়ারী মাসে তাহার প্রাচীর ও বুরুজাদির নিৰ্ম্মাণ আরম্ভ করিয়া মন্দ্রিাজ হইতে দশট কামান চাহিয়া পাঠান। + ইংরাজদিগের কুঠা নুরক্ষিত হইতেছে দেখিয়া নিকটস্থ কোন রাজা তাহদের কুঠতে ৪৮ হাজার টাকা গচ্ছিত রাখেন । বিদ্রোহিগণ হুগলী প্রদেশ হইতে গমন করিলেও তাহারা দুর্গনিৰ্ম্মাণ পরিত্যাগ করেন নাই। বিদ্রোহিগণ হুগলী দুর্গ অধিকার করিয়া যারপরনাই দাম্ভিক হইয় উঠে,এবং দেশের চারি দিকে লুটপাটের বিরোহিঙ্গণের হুগলী জন্ত এক এক দল লোক পাঠাইয় দেয়। পরিতাtগ ও সভাসিংহুগলী বন্দরের অধিকাংশ সওদাগরগণ, ও লি " গঙ্গার পশ্চিম পারস্থ অন্তান্ত স্থানের জনসমূহ চুচুড়ার ওলন্দাজদিগের নিকট আশ্রয় গ্রহণ করে। ওলন্দাজগণ ঐ সমস্ত লোকের দুর্দশা দেখিয় তাহার প্রতিকারের ইচ্ছায় কতকগুলি ইউরোপীয় সৈন্ত সহিত দুইখানি জাহাজ হুগলীতে পঠাইয়া দেন। বিদ্রোহিগণও ওলন্দাজদিগের অভিপ্রায় বুঝিতে নী পারিয়া, দুর্গপ্রাচীরে উঠিয়া যেমন জাহাজ দুই খানির গতিবিধি পৰ্য্যবেক্ষণ করিতে আরম্ভ করে, অমনি কামান ও বন্দুকের

  • Stewart's Bengal. * Wilson's Annals vol. I.