পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిసిసి মুর্শিদাবাদের ইতিহাস। গোলাগুলি আসিয়া তাহদের উপর নিপতিত হয়। সহসা এইরূপে আক্রান্ত হইয়া বিদ্রোহীর দুর্গ ও নগর পরিত্যাগ করিয়া সপ্তগ্রামে আশ্রয় গ্রহণ করে, সপ্তগ্রাম হইতে সভা সিংহ রহিম খাকে এক দল সৈন্তের সহিত নদীয়া ও মুখস্থসাবাদ (মুর্শিদাবাদ) অধিকারের জন্ত পাঠাইয়া দেয়, এবং নিজে বৰ্দ্ধমানে উপস্থিত হয়। পূর্বে উল্লিখিত হইয়াছে যে, বৰ্দ্ধমানের রাজা নিহত হওয়ার পর, তাহার সম্পত্তি ও পরিবারবর্গ বিদ্রোহিগণের হন্তে পতিত হইয়াছিল। (উক্ত রাজপরিবারবর্গের মধ্যে বৰ্দ্ধমানরাজের একটা সুন্দরী কুমারী কন্যা ছিল। সভা সিংহ তাহাকে করায়াত্ত করার জন্য অশেষবিধ চেষ্ট করে। কিন্তু রাজকুমারী কোনমতে সম্মত না হওয়ায়, সভা সিংহ তাহাকে বলপ্রয়োগে আয়ত্ত করার জন্ত কৃতসংকল্প হয়। একদিন রাত্রিকালে কামোন্মত্ত পিশাচ, কন্যার প্রকোষ্ঠমধ্যে প্রবেশ করিয়া বাহুবিস্তার পূর্বক যেমন তাহাকে আক্রমণ করিতে যাইবে, অমনি কুমারী স্বীয় বস্ত্র মধ্যে লুক্কায়িত একখণ্ড তীক্ষ ছুরিকা বাহির করিয়া সভা সিংহের উদরমধ্যে প্রবেশ করাইয়া দেয়। ছুরিকার আঘাতে সভাসিংহের উদর বিদীর্ণ হইয়া যায়, এবং কন্যাও তদ্বারা অত্মহত্য সম্পাদন করে। * অন্নক্ষণ পরে সভা সিংহের প্রাণবায়ু বহির্গত হয়। সভা সিংহের মৃত্যুর পর তাহার ভ্রাতা হিম্মৎ সিংহ তাহার সম্পত্তির অধিকারী ও সৈনিকগণের নেতা হইয়া দাড়ায়। হিম্মৎ সিংহ চারিদিকে লুটপাট আরম্ভ করে। এই সময়ে জগৎরাম ঢাকা হইতে প্রত্যাবৃত্ত হইয়া পুনৰ্ব্বার কৃষ্ণনগরে অবস্থিতি করিতে

  • 5tfast oftöti e Stewart.