পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায় । ❖ ጓ ছিলেন। তাহাকে আশ্রয় দেওয়ার জন্ত হিন্মৎসিংহ কৃষ্ণনগররাজের বিরুদ্ধে দুই তিন বার সৈন্ত প্রেরণ করে। কিন্তু রাজ রামকৃষ্ণ কর্তৃক পরাজিত হইয় তাহারা ফিরিয়া আসিতে तृांश्वा श्ध्र । সভাসিংহের মৃত্যুর পর হিন্মৎসিংহ তাহার সৈন্ত ও সম্পত্তির কর্তী হইলেও বিদ্রোহিগণ রহিম খাকেই মুর্শিদাবাদ প্রদেশে আপনাদের নেতা মনোনীত করিয়াছিল। বিদ্রোহিগণ । রহিম খ৷ ‘রহিম সা’ উপাধি ধারণ করিয়া প্রায় সমগ্র পশ্চিম বাঙ্গলায় আপনার আধিপত্য বিস্তার করে। এই সময়ে বদ্ধমান হইতে রাজমহল পর্য্যন্ত + সমস্ত দেশ বিদ্রোহিগণের অধীন হয়। সরকার হইতে এ পর্য্যন্ত বিদ্রোহদমনের বিশেষ কোন রূপ চেষ্টা হয় নাই। দিন দিন বিদ্রোহিগণের অত্যাচার বৰ্দ্ধিত হইতেছে দেখিয়া, নবাব ইব্রাহিম খার পুত্র ও অমাত্যবর্গ নবাবকে বিদ্রোহদমনের জন্য উত্তেজিত করিতে আরম্ভ করেন। নবাব তাহাদিগকে এইরূপ উত্তর প্রদান করিতেন যে, রাজ্যমধ্যে পরম্পরের সহিত পরস্পরের যুদ্ধ উপস্থিত হওয়া অতীব ভয়াবহ । তাহাতে বহু প্রাণীর জীবননাশের সম্ভাবনা। কিন্তু বিদ্রোহিগণকে যদি কিছু না বলা যায়, তাহ হইলে, তাহারা আপন হইতেই ক্রমশঃ দল ভঙ্গ করিয়া ভিন্ন ভিন্ন স্থানে চলিয়। যাইবে । ইহাতে কেবল সরকারী রাজস্বের

  • ক্ষিতীশৰংশাবলীচরিত। f তারিখ বাঙ্গাল ও রিয়াজুস সালাতীনে বৰ্দ্ধমান হইতে রাজমহল

ত্তির কথা আছে। ইয়ার্ট মেদিনীপুর হইতে রাজমহল পর্ষত্তের কথা লিখিয়াছেন।