পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

చెపెbr মুর্শিদাবাদের ইতিহাস । সামান্ত রূপ ক্ষতি ব্যতীত অন্ত কোন অনিষ্টের সম্ভাবনা নাই । নবাবের বিদ্রোহদমনের কোন রূপ উদ্যোগ না দেখিয়া বিদ্রোহিগণের স্পৰ্দ্ধা উত্তরোত্তর বৰ্দ্ধিত হইতে লাগিল। রহিম সা সেই সময়ে মুখমুসাবাদ প্রদেশে উপস্থিত হইয়া লুটপাট আরম্ভ করিয়াছিল। মুখমুসাবাদ প্রদেশের কতিপয় জমীদার তাহাদের সহিত যোগদান করে। তন্মধ্যে ফতেসিংহের জমিদারগণই প্রধান । ফতেসিংহের তদানীন্তন জমীদার সবিতারায়ের বংশোদ্ভব ঘনশুামের পুত্র জগৎ, কালু প্রভৃতি অত্যন্ত দুর্দান্ত বলিয়া প্রসিদ্ধ ছিল। তাছার রহিম সার সহিত যোগ দান করিয়া অনেক স্থানে লুটপাট ও অন্তান্ত উপদ্রব করিতে আরম্ভ করে। * রহিম সা মুখমুসাবাদের দিকে অগ্রসর হইয়া তথাকার জায়গীরদার নিয়ামত খাকে তাহার সহিত যোগ দেওয়ার জন্ত আহবান করিয়া পাঠায় । নিয়ামত এইরূপ উত্তর দেন যে, সরকারের কৰ্ম্মচারী হইয়া রাজবিদ্রোহিগণের সহিত তিনি কোন রূপ সম্বন্ধ রাখিতে

  • “ঘনপ্তামস্থত। জ্ঞেয়শ্চিত্বারো গুরুসাহসী । জগৎ কালুশ্চ বেণী চ কৃষ্ণরামশ্চ বিশ্রুতঃ ॥ সভাসিংহগণে৷ ভূত্বা জগদাৰ্জিগৎপতিম্। বিশ্বেস্বরং বিরুধ্যৈব প্রায়ে রাজ্যচুতোহভবৎ।";

পুণ্ডরীককুলকীৰ্ত্তিপঞ্জিক। ঘনষ্ঠামের চারি পুত্র, জগৎ, কালু, বেণী ও কৃষ্ণরাম অত্যন্ত দুঃসাহসী ছিল । জগৎ প্রভূতি সভাসিংহের বিদ্রোহিদলে যোগ দিয়া জগৎপতি সম্রাটের বিরুদ্ধাচরণ করায় প্রায় রাজ্যচ্যুত হইয়াছিল। তাহদের জমীদারী বাজেয়াপ্ত 點 অনেক দরবারের পর তত্ত্বংশীয়ের উক্ত জমীদারী পুনঃপ্রাপ্ত হইয়k ছলেন ।