পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Oළ ෆ মুর্শিদাবাদের ইতিহাস। দ্বারা নিয়ামতকে আহত করিয়া তাহার হস্ত হইতে রহিম সায় উদ্ধার সাধন করে। নিয়ামত আহত হইয়া জলপিপাসায় অত্যন্ত কাতর হইয় পড়েন। রহিম সার সহিত পূৰ্ব্বে পরিচয় থাকায় রহিম সা তাহাকে জল প্রদানের আদেশ দেয়। কিন্তু জল পহু ছিতে না পহুছিতে সেই রাজভক্ত বৃদ্ধ জায়গীরদারের প্রাণবায়ুর অবসান হয়। * নিয়ামতের অনেক লোকজন হত ও আহত হুইয়াছিল এবং তাহার সমস্ত সম্পত্তি বিদ্রোহিগণ করায়ত্ত করে। অতঃপর বিদ্রোহিগণ মুখসুসাবাদে উপস্থিত হইয়া পাচ হাজার বাদসাহী সৈন্য পরাজিত করিয়া লুটপাটের দ্বারা উক্ত নগরকে হতশ্ৰী করিয়া ফেলে। কাশীমবাজারের ব্যবসায়িগণ ভীত হইয়া শরণাগতের দ্যায় রহিম সার নিকট আপনাদের প্রতিনিধি পাঠাইয়া দেন । রহিম সা তাহাদিগকে অভয় দিয়া কাশীমবাজার লুণ্ঠনের ইচ্ছা পরিত্যাগ করে। রহিম সার প্রতি সন্মান প্রদর্শনের জন্ত অবশেষে কাশীমবাজারের প্রধান ব্যবসায়ী গোলাচাদ সরকারে অনেক টাকা জরিমানা প্রদান করিয়াছিলেন। } মুর্শিদাবাদ প্রদেশের স্তায় পশ্চিম বঙ্গের নানা স্থানেও বিদ্রোহিগণ উপদ্রব করিতে আরম্ভ করে । তাহাদের এক দল জgাম্য স্থানে স্থতানটির দিকে অগ্রসর হয়। ইংরাজের বিরোহিগণ । তাহাদিগকে বাধা দেওয়ার জন্য ডায়মও’ নামে একখানি জাহাজ নদীবক্ষে স্থাপন করিয়াছিলেন। বিদ্রোহিগণ মুতানটির নিকটস্থ কতকগুলি গ্রামে অধি

  • তারিখ বাঙ্গtলা। t Stewart.