পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՎԶe 8 মুর্শিদাবাদের ইতিহাস । সাজাদার জন্য বৰ্দ্ধমানে অপেক্ষা করিতে থাকেন। আজিম ওখান বৰ্দ্ধমানে উপস্থিত হইলে, জবরদস্ত খ। তাহার হস্তে সমস্ত বাদসাহী সৈন্যের ভর অর্পণ করিয়া ক্ষুন্ন মনে দাক্ষিণাত্যের দিকে চলিয়া যান। আজিম ওশ্বান বৰ্দ্ধমানে থাকিয়া জমীদারদিগের নিকট হইতে উপহার ও অভিনন্দনাদি লইতে আরম্ভ করেন এবং ওলন্দাজ ও ইংরাজদিগের বাণিজ্যের বন্দোবস্ত করিতে প্রবৃত্ত হন। এদিকে বিদ্রোহিগণ জবরদস্ত খণর দাক্ষিণাত্যগমনের সংবাদ পাইয়ু মহানন্দে জয়নাদ করিতে আরম্ভ করে এবং নদীয়া ও হুগলী প্রদেশে লুটপাট করিয়া বৰ্দ্ধমানের নিকট আসিয়া উপস্থিত হয়। আজিম ওখান প্রথমতঃ রহিম সাকে বিদ্রোহ হইতে প্রতিনিবৃত্ত হওয়ার জন্য এক পত্র লিখেন। তাহাতে এইরূপ লিখিত হয় যে, সে তাহার কৰ্ত্তব্য কৰ্ম্ম সম্পাদন করিলে তাহাকে ক্ষমা করা যাইবে ও সে রাজামুগ্রহ লাভ করিতে সক্ষম হইবে। * রহিম সা এইরূপ উত্তর দেয় যে, সাজাদার প্রধান মন্ত্রী খাজা আনোয়ারকে তাহার নিকট পাঠাইয়া দিলে, সে সাজাদার সহিত সাক্ষাৎ করিয়া সমস্ত কথা নিবেদন করিতে পারে। }

  • গবর্ণর আয়ার ১৬৯৮ খৃঃ অশ্বের ৬ই জানুয়ারির পত্রে এইরূপ লেখেন যে, আজিম ওখান রহিম সাকে এক যোড়া বেড়ী ও এক খানি তরবারি পাঠাইয়া দেন। রহিম স৷ তরবারিখানি লয়, কিন্তু সাজাদাকে এইরূপ ভাবে পত্র লেখে ষে, আরঙ্গজেবের মৃত্যুর পর বিশাল বঙ্গরাজ্যের একাধীশ্বর হইতে হইলে আজিম ওস্বানকে আফগানদিগেরই সাহায্য লইতে হুইবে ।

+ তারিখ বাঙ্গালায় লিখিত আছে যে, রহিম সাই সাজাদাকে তাহার নিকট যাইতে লেখে, কিন্তু তিনি খাজা আনোয়ারকেই পঠাইয়া দেন।