পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> २ মুর্শিদাবাদের ইতিহাস। আমীন খ ও সকরিতে পারেন, এইরূপ প্রকাশ করেন, এবং হোসেন খ, গুলাভ করিতে সক্ষম হন। সম্রাট এই সংবাদ আমীন, জামকে লাদিরের নিকট প্রেরণ করিলে নিজাম সাদৎ হন, প্রস্তাবিত বিষয় স্থির করিয়া সম্রাটের নিকট ফিরিয়া আসেন, ও আমীর-উল-ওমর পদ লাভ করেন। সাদৎ খাঁ হতাশ হইয়া নিজামের বিরুদ্ধে অনেক কথা প্রকাশ করিয়া নাদিরকে এইরূপ বুঝাইয়া দেন যে, হিন্দুস্থানের সম্রাটের পক্ষে ছুই কোটি টাকা সামান্ত মাত্র, এমন কি, তাহার স্থায় সামান্ত ব্যক্তিও উক্ত টাকা প্রদান করিতে পারেন । এই কথায় নাদিরসাহের অর্থলালসা বৃদ্ধি হওয়ায় তিনি বাদলাহ ও নিজামকে স্ট্রীয় শিবিরে উপস্থিত হওয়ার জন্ত আছান করেন, পরে সসৈন্তে দিল্লী অভিমুখে ধাবিত হন। রাদিরের দিল্লীতে অবস্থানের দ্বিতীয় রাজিতে তিনি হত হইয়াছেন বলিয়া এক জনরব প্রচারিত হওয়ায় দিল্লীবাসিগণ পারসীকদিগকে হত্যা করিতে আরম্ভ করে। পর দিন প্রাতঃকালে নাদির নিজে বহির্গত হইয়া সমস্ত নগরবাসীকে বিনাশ করিতে আদেশ দেন, তাহাতে প্রায় আট সহস্র অধিবাসীর রক্তে দিল্লীনগরী রঞ্জিত হইয় উঠে। ইহার কিছু দিন পরে নাদির ছুই কোটি টাকার জন্ত সাদৎ খাঁর নিকট লোক পাঠাইয়াছিলেন, কিন্তু তাছার পূর্বেই স্বয়ং ধার মৃত্যু হয়, যাতের ভ্রাতুষ্পুত্র উক্ত টাকা প্রদান করিয়া, নিস্কৃতি লাভ করিতে সমর্থ হন। 'নাদির দিল্লীর রাজকোর এবং অধিবাসী ও ব্যবসামীবর্গের নিকট হইতে অপৰ্যাপ্ত অর্থ, জহরত ও অন্যান্ত সামগ্ৰী লাভ করিয়া সাজাহাননিৰ্ম্মিত ময়ুর-সিংহাসন হস্তগত করেন। তাহার কনিষ্ঠ পুত্রের সহিত মোগলবংশের এক রাজকুমারীর পরিণয় সংঘটিত