পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। ר סלא অসম্মত হন। কিন্তু পরিশেষে ইংরাজ কোম্পানী উক্ত গ্রামরয়ের জমিদারী ক্রয় করিয়৷ তথায় দুর্গ নিৰ্ম্মাণ করিতে সক্ষম হইয়াছিলেন। র্তাহারা ১৭০০ খৃঃ অব্দে আজিম ওশ্বানের নিকট হইতে বিনা গুল্কে বাণিজ্য করার আদেশও প্রাপ্ত হন। ১৬৯৯খুঃ অব্দের প্রথমে কলিকাতার গবর্ণর মিষ্টার আয়ার বিলাত গমন করেন এবং দ্বিতীয় বিয়ার্ড সাহেব তাহার পদে নিযুক্ত হন। সেই বৎসরের শেষে আয়ার পুনৰ্ব্বার আসিয়া কলিকাতার প্রধান অধ্যক্ষের ভার গ্রহণ করেন, এবং ১৭০০ খৃঃ অব্দে বাঙ্গল৷ মান্দ্রাজ হইতে স্বতন্ত্র হওয়ায়, তিনি বাঙ্গলার প্রথম প্রেসিডেণ্ট মনোনীত হন। রাল্ফ শেল্ডন কলিকাতার প্রথম কালেক্টর বা উহশিলদার ও বেঞ্জামিন আডাম্স বাঙ্গলার দ্বিতীয় চ্যাপলেন বা পাদরী নিযুক্ত হইয়াছিলেন। কলিকাতার দুর্গ পরিবর্ধিত হইয় ইংলণ্ডাধীশ্বর তৃতীয় উইলিয়মের নামানুসারে ফোর্ট উইলিয়ম” আখ্যা গ্রহণ করে। এই সময়ে নবগঠিত ইংলিশ কোম্পানীর পক্ষ হইতে উইলিয়ম নরিস ইংলণ্ডাধিপের দূতস্বরূপে দাক্ষিগাত্যে সম্রাটুশিবিরে উপস্থিত হন। উক্ত নূতন কোম্পানী সেই সময়ে পুরাতন কোম্পানীর সহিত প্রতিদ্বন্দ্বিতীয় প্রবৃত্ত হইয়াছিল। তাহদের অধ্যক্ষ লিটলটন হুগলীতে অবস্থিতি করিয়৷ অনেক টাকা নজর দিয়া বাণিজ্য করার আদেশ লাভ করেন। কিন্তু পুরাতন লগুন কোম্পানীর সহিত প্রতিদ্বন্দ্বিতায় বিশেষ রূপ ফললাভের সম্ভাবনা নাই দেখিয়া, অবশেষে কয়েক বৎসর পরে উভয় কোম্পানী মিলিত হইয়া "যুক্ত কোম্পানী” নাম ধারণ করে। এই সময়ে ইংরাজগণ পুনৰ্ব্বার বাদসাহের কোপে পড়িয়া আপনাদিগের সমস্ত সুবিধা হইতে বঞ্চিত হন, পরে ক্রমে ক্রমে