পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రి)8 মুর্শিদাবাদের ইতিহাস । পুত্র ও দুইট কন্ত জন্ম গ্রহণ করে। বালিঘাটানিবাসী সৈয়দ কাসেমের সহিত র্তাহার আসিয়ানামী কস্তার বিবাহ হয় । কাসেম ১১৫৫ হিজরী বা ১৭৪২ খৃঃ অব্দে বালিঘাটায় একটা মস্জীদ নিৰ্ম্মাণ করেন। অদ্যপি সেই মসজীদ তাহার কাঞ্জি ঘোষণা করিতেছে। মৰ্ত্ত জার বংশধরগণ অদ্যাপি জঙ্গীপুরের নিকট বাস করিতেছেন। বহু প্রাচীন কালে মুর্শিদাবাদ প্রদেশের সাধারণ অবস্থা কিরূপ ছিল, তাহ সুস্পষ্টরূপে জানা যায় না । রামা প্রকৃত ইতিহাসকরে দিন য়ণ, মহাভারত বা পুরাণাদির দ্বারা ভারতের বাদ প্রদেশের সাধা কোন কোন স্থানের বিশেষ রূপ আচার ব্যবরণ সবই । হিন্দ্র হার জ্ঞাত হইলেও মুর্শিদাবাদ প্রদেশের স্তায় ও যোদ্ধকাল । কোন স্থানবিশেষের বিবরণ অবগত হওয়া দুষ্কর। সুতরাং যে সময় হইতে মুর্শিদাবাদ প্রদেশের সুস্পষ্ট বিবরণ জানা যায়, সেই সময় হইতে আমরা তাহার অবস্থাসম্বন্ধে কিঞ্চিৎ আলোচনা করিতে পারি। হিন্দু ধৰ্ম্মের পর বৌদ্ধ ধৰ্ম্ম এ মসজীদের প্রস্তরফলকে ফারসী ভাষায় ঘহি লিখিত আছে, তাহার অনুবাদ এইরূপ,-“সৈয়দ কাসেম পবিত্র অন্তঃকরণে ও স্থির চিত্তে এই মসজীদকে কাবা (মক্কার মসজীদ ) স্বরূপ নিৰ্ম্মাণ করিয়া তাহার সন তারিখের জন্য মনকে বলিলেন যে, হে মন, বল যে, ইহার গুম্বজ ঈশ্বরের জ্যোতিদ্বার স্বশোভিত করা হইয়াছে।” ফারসী ভাষার লিখিত শৰাগুলিতে যতগুলি অক্ষর আছে, সেই অক্ষর গুলির এক একটর দ্বারা যে যে অঙ্ক বুৰী, তাহা যোগ করিলে ১১৫৫ হয় । সুতরাং ১১৫৫ হিজরীতে কাসেম कडूक মসজীদ নিৰ্ম্মিত হইয়াছিল বুঝা যাইতেছে। বেভারিজ সাহেব উক্ত মসজীদলে ১৫৬১ খৃঃ অন্ধে নিৰ্ম্মিত মনে করিয়া তাহকে মুর্শিদাবাদের প্রাচীনতম মসঙ্গী বলিয়। অনুমান করিয়াছেন। বাস্তবিক তাহ ১৪৬১ খৃঃ অশ্বে নিৰ্ম্মিত হয় নাই। ১৭৪২ খৃঃ অঙ্গে বা ১১০ হিজরীতে নিৰ্ম্মিত হয়। এইরূপ কৰিত