পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবতারণিক । । ^(; হয়। অবশেষে নাদির সম্রাটের সহিত সিন্ধুনদের অপরপারস্থ কাবুল, টাটা ও মুলতানের কিয়দংশ গ্রহণের বন্দোবস্ত করিয়া ১৭৩৯ খৃষ্টাব্দের ১৪ই এপ্রেল পারস্ত যাত্রা করেন। এই আক্রমণে দিল্লীতে দুর্ভিক্ষ ও মারাভয় প্রবল হইয়া অধিবাসীদিগকে ভয়ানক বিপদগ্ৰস্ত করিয়াছিলJ এরূপ ভয়াবহ কাও তৈমুরের ভারতাক্রমণের পর আর কখনও সংঘটিত হয় নাই। ইহার পর মহম্মদ সাহ কামার উদ্দীন খার্কে উৰ্জীরের ও নিজামের অনুরোধে উাহার জ্যেষ্ঠ পুত্র গাজী উদ্দীনকে আমীর-উল-ওমরার পদ প্রদান করেন। নিজামের দ্বিতীয় পুত্র মীজীর জঙ্গ বিদ্রোহী হওয়ায় নিজাম তাহাকে দমন করার জন্ত দক্ষিণাত্যে গমন করিতে বাধ্য হল । সাদৎ খাঁর মৃত্যুর পর তাহার জামাতা সফদর জঙ্গ র্তাহার স্থলাভিষিক্ত হইয় উঠেন । এই সময়ে আলি মহম্মদ খা নামক রোহিলাসর্দার সম্রাটের বিরুদ্ধাচরণ করায় উজীর এক ব্যক্তিকে তাহার বিরুদ্ধে প্রেরণ করেন, রোহিরাগণ জাখকে নিহ্ত্ব করিয়া ফেলে। অযোধ্যার নবাব ইহাদিগের অত্যাচারে *ি হইয়৷ বাদসাহের নিকট সাহায্য প্রার্থনা করিলে সম্রাটA" } তাহাদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। আলি মহম্মদ স্বীকার করিতে বাধ্য হয়, ইহার পর আমেদ আবদীঃ আক্রমণ করেন। আমেদ আবদালীনামক Aঞ্জ সভৃত । তিনি বাল্যকালে নাদিরসাহ কর্তৃষ্ণু is: â, বাহকের পদে মিযুক্ত হন । মাদিয়ের তারত্ন