পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vరిచ్చిది মুর্শিদাবাদের ইতিহাস । মুর্শিদাবাদের প্রকৃত ইতিহাসারম্ভের পূৰ্ব্বে মুসলমান রাজত্বকালে মুর্শিদাবাদ প্রদেশের সাধারণ অবস্থা জানিতে হইলে, আমাদিগকে প্রাচীন বঙ্গসাহিত্যের আশ্রয় গ্রহণ করিতে হয় ধ্রু এবং সেই সেই সময়ে মুর্শিদাবাদ প্রদেশের যে সমস্ত বিবরণ প্রদত্ত হইয়াছে, সে সকলও আলোচনা করিয়া আমরা তাহার সাধারণ অবস্থা সম্বন্ধে অনেক বিষয় অবগত হইতে পারি। পাঠান রাজত্বকালে গৌড় বাঙ্গলার রাজধানী হইয়া উঠিলে তাহার নিকটস্থ মুর্শিদাবাদ প্রদেশেও মুসলমান প্রাধান্ত বিস্তৃত হয়। অনেক মুসলমান মুর্শিদাবাদ প্রদেশে আসিয়া বাস করিতেও আরম্ভ করেন এবং মুসলমান ফকীরগণ স্থানে স্থানে আবাসস্থান স্থাপন করায় অনেক হিন্দুসস্তান মুসলমান ধৰ্ম্ম পরিগ্রহ করিয়াছিল। পাঠানরাজত্বকালে রাজাজ্ঞায় অনেকে ইস্ মুসলমান রাজত্বকাল।

  • আমরা চৈতন্যভাগবত, চৈতন্যচরিতামৃত, চৈতন্যমঙ্গল, কবিকঙ্কণ চণ্ডী, প্রেমবিলাস, কর্ণানন্দ প্রভতি গ্রস্থ হইতে তৎকালীন বঙ্গদেশের সাধারণ অবস্থা অবগত হইতে পারি, ইহার মধ্যে কোন কোন গ্রন্থ হইতে মুর্শিদাবাদ

• প্রদেশেরই অবস্থা জানিতে পারা যায়। কিন্তু অন্যান্য গ্রন্থে মুর্শিদাবাদের নিকটস্থ প্রদেশসমুহের যেরূপ চিত্র অঙ্কিত হইয়াছে, মুর্শিদাবাদ প্রদেশেও ৰে তাহাদের অস্তিত্ব ছিল ইহ। অনুমান করা যায় । সেইজন্য আমরা সে সমস্ত গ্রন্থও অবলম্বন করিয়াছি। প্রাচীন বঙ্গসাহিত্য হইতে দেশের তৎকালীন অবস্থা জানিতে হইলে তাহ৷ সতর্কতার সহিত আলোচন কর। কৰ্ত্তব্য। কারণ কাব্যগ্রন্থে সত্য ঘটনার সহিত অনেক কল্পিত বিষয় মিশ্রিত থাকে | সেই জন্য যে সমস্ত বিষয় ইতিহাস ও প্রবাদ প্রভূতির সহিত ঐক্য হয় ও বৰ্ত্তমান সময় পৰ্য্যস্ত ঘহাদের অস্তিত্ব কিয়ৎ পরিমাণে দেখিতে পাওয়া যায়, আমরা সেই সমস্ত বিষয়গুলি আলোচনা করয় তৎকালের সাধারণ অবস্থান চিত্র প্রদান করিতে প্ররাস পাইয়াছি ।