পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়। \ని:Rసి দেওয়ানী পদে অভিষিক্ত করিয়া কারতলব খ উপাধি প্রদান করেন । * দিল্লীশ্বর আকবর বাদসাহের সময় মোগল সাম্রাজ্য ভিন্ন ভিন্ন সুবীয় বিভক্ত হয় এবং সেই সময়ে বঙ্গ- নাজিম, দেওয়ান ও রাজ্য মোগলসাম্রাজ্য ভুক্ত হইলে বাঙ্গলা, কাননগো । বিহার ও উড়িষ্যা এক একটী স্বতন্ত্র সুবায় পরিণত হয়। প্রত্যেক স্বায় এক এক জন সুবেদার নিযুক্ত হইয়া শাসনকাৰ্য্য পরিচালনের ভার গ্রহণ করিতেন, তিনি নাজিম নামেও অভিহিত হইতেন । প্রত্যেক সুবার শাসনকার্য্যের বন্দোবস্তের সহিত তাহার রাজস্ববন্দোবস্তেরও প্রয়োজন হয়। রাজা তোড়রমল্ল বঙ্গের রাজস্ব বন্দোবস্তে নিযুক্ত হইয়াছিলেন। তৎপূৰ্ব্বে স্বপ্রসিদ্ধ সের সাহাও একবার বাঙ্গলার রাজস্ব বন্দোবস্তের চেষ্টা করিয়াছিলেন। তোড়রমপ্লেয় বন্দোবস্ত সের সাহের প্রথা হইতে গৃহীত হয় বলিয়া বিবেচিত হইয়া থাকে। তোড়রমল্ল বঙ্গরাজ্যকে যে বিভিন্ন সরকার ও পরগণায় বিভক্ত করিয়াছিলেন, তাহার প্রত্যেক পরগণায় কাননগো নিযুক্ত করিয়া তাহাদের উপর এক জন প্রধান কাননগো নিযুক্ত করেন, এই প্রধান কাননগোর অধীনে একজন নায়েব কাননগো নিযুক্ত হইতেন। পরগণা কাননগোগণ জমীর পরিমাণ, নিরিখ, হস্তবুদ, রাজস্ব ও নানাবিধ

  • তারিখ বাঙ্গল ও রিয়াজুদ সালাতীনে লিখিত আছে যে, বঙ্গলীর দেওয়ানীপদপ্রাপ্তির পূর্বে তিনি উড়িষ্যার স্ববেদার নিযুক্ত হইয়াছিলেন।. ইয়ার্ট বলেন যে, হায়দরাবাদের দেওয়ালীপদপ্রাপ্তির সময় তিনি কারতলব * উপাধি ও বাঙ্গলার দেওয়ানীলাভের সময় মুর্শিদকুলী খাঁ উপাধি প্রাপ্ত *" | কিন্তু তারিখ বাঙ্গল ও রিয়াজুস সালাতীনে বাঙ্গলার দেওয়ানীপ্রাপ্তির * করতলব খ ও তৎপরে মুর্শিদকুলী খাঁ উপাধি পাওয়ার উল্লেখ আছে।

o