পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৩৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়। vEVలి) করিয়া, দেওয়ানের প্রতি রাজস্ববন্দোবস্তের সম্পূর্ণ ভারাপণ করেন এবং নাজিম হইতে র্তাহাকে স্বাধীন কৰ্ম্মচারীরূপে নির্দেশ করিয়া দেন। নাজিম ও দেওয়ানের কার্য্য পরিশেষে এইরূপে বিভক্ত হয়। বহিরাক্রমণ হইতে রাজ্য রক্ষণ করা, অন্তর্বিবাদ নিবারণ ও প্রজাদিগকে আইনের বশে আনয়ন ইত্যাদি কাৰ্য্য নাজিমের দ্বারা সম্পন্ন হইত। কিন্তু রাজস্বসংগ্রহ ও রাজ্যসংক্রান্ত সমুদয় ব্যয়নিৰ্ব্বাহের ভার দেওয়ানের উপর বিন্যস্ত হয়। রাজ্যরক্ষার আবগুকীয় অর্থের জন্ত দেওয়ানকে নাজিমের লিখিত আদেশ প্রতিপালন ব্যতীত অন্ত সকল বিষয়ে দেওয়ান সম্পূর্ণ স্বাধীন ছিলেন । নাজিম অন্তায়ৰূপে নিজ ক্ষমতার অপব্যবহার করিয়া রাজকোষের অর্থ নষ্ট করিলে বাদসাহের নিকটে তাহাকে দায়ী হইতে হইত। তিনি আপনার প্রাপ্য বেতন ব্যতীত নিজের প্রয়োজনের জন্ত দেওয়ানের নিকট হইতে অতিরিক্ত অর্থ গ্রহণ করিতে পারিতেন না। নাজিম ও দেওয়ান বিশেষ বিশেষ কার্য্যোপলক্ষে পরস্পরে পরামর্শ করিবার জন্ত আদিষ্ট হইতেন এবং যখন যে নিয়ম প্রচলিত হইত, উভয়ে মিলিয়৷ তদনুসারে কার্য্য করিতেন। দেওয়ান ও নাজিমের কাৰ্য্য বিভাগ করিয়া যেমন উভয়ের ক্ষমতার হ্রাস করা হয়, সেইরূপ প্রধান কাননগোর পদকে দুই ভাগে বিভাগ করিয়া তাহারও ক্ষমতার লাঘব করা হইরাছিল। প্রধান কাননগোর বিবরণ হইতে জানা যায় যে, খৃষ্টীয় সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে ভগবান রায় প্রধান কাননগোর কার্য্য করিতেন । * তাহার পর

  • ভগবান উত্তররাঢ়ীয় কায়স্থ মিত্রবংশসস্তৃত। তাহার আদি নিবাস কটিয়ার নিকটস্থ খাজুরডিহি গ্রাম । সাম্লজার সময়ে তিনি প্রধান কানন