পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায় । \ססd জানিতেন এবং দেওয়ানও যে র্তাহার বিশেষ প্রিয়পাত্র ইহাও *াছার অবিদিত ছিলনা । দেওয়ানের অনিষ্টসাধন করিলে পাছে সম্রাট তাহাকে কোন রূপ দণ্ড প্রদান করেন, এই ভয়ে অনেক সময়ে তাহাকে নীরবে সমুদয় সহ করিতে হইত। অথচ দেওয়ানের ব্যবহার তিনি কিছুতেই অনুমোদন করিতে পারিতেন না । এই প্রকার দোলায়মান চিত্তে কালযাপন করা দুষ্কর বিবেচনায় তিনি বিপদ হইতে মুক্তিলাভের জন্ত প্রয়াসী হইলেন । সহস! এক সুযোগ উপস্থিত হইল। আবদুল ওয়াহেদ নামে এক জন সর্দারের অধীনে এক দল নগদী সৈন্ত অনেক দিন হইতে নবাবসরকারে কার্য্য করিতেছিল ; তাহার দেওয়ানের নিকট হইতে আপনাদিগের বেতনাদি লইত । কিন্তু অন্তান্ত সৈন্ত ও সেনাপতিবর্গ জমীদারগণের নির্দিষ্ট রাজস্ব হইতে আপনাদিগের বেতন প্রাপ্ত হওয়ায়, নগদী সৈন্যেরা তাহাদিগকে ঘৃণার চক্ষে অবলোকন করিত । এক্ষণে আবদুল ওয়াহেদ নবাব আজিম ওশ্বানকে দেওয়ানের প্রতি অসন্তুষ্ট জানিয় তাহার প্রাণনাশের জন্ত নবাবের নিকট এই বলিয়া প্রার্থনা করিল যে, যদি তিনি তাহাকে অথবা তাহার উত্তরাধিকারিবর্গকে অধিক পরিমাণে অর্থ প্রদান করিতে প্রতিশ্রত হন, তাহা হইলে সে দেওয়ানকে অনায়াসে নিহত করিতে পারে। নবাব তাহার প্রস্তাবে স্বীকৃত হইলেন এবং স্থির হইল যে, যখন দেওয়ান নবাবের সহিত সাক্ষাৎ করিতে রাজপ্রাসাদে আগমন করিবেন, সেই সময়ে পথিমধ্যে র্তাহার জীবলীলার অবদান করিতে হইবে। দেওয়ান কারতলব খ৷ যদিও অনেক বিষয়ে নবাবের প্রতিবাদ করিতেন, তথাপি কখনও তিনি তাহার প্রতি সম্মানপ্রদর্শনের ক্রটি করেন নাই। এক দিন