পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

O8o মুর্শিদাবাদের ইতিহাস । করিবেন। সুবেদার সম্রাটের এই প্রকার পত্র পাইয়া নিজের নির্দোষিতা প্রমাণের কোন রূপ চেষ্ট না করিয়া অবিলম্বে বিহারভিমুখে যাত্রা করিলেন। তিনি আপনার দ্বিতীয় পুত্র ফরথুসেরকে সেরবলন্দ খাঁর তত্ত্বাবধানে ঢাকায় তাহার প্রতিনিধিস্বরূপ রাখিয়া, রাজকীয় নৌকাযোগে অন্যান্য পরিবারবর্গ ও কৰ্ম্মচারিগণের সহিত রাজমহলে উপস্থিত হইলেন। তথায় সুলতান মুজার প্রাসাদে কিছুকাল বাস করার পর স্থানটী অস্বাস্থ্যকর বিবেচিত হওয়ায়, রাজধানী পাটনায় স্থানান্তরিত করিলেন এবং তথাকার দুর্গাদির সংস্কার করিয়া পিতামহের অনুমতিক্রমে স্বীয় নামানুসারে উক্ত স্থানের নাম আজিমাবাদ রাখিলেন । তদবধি মুসলুমানগণ পাটনাকে আজিমাবাদ নামে অভিহিত করিয়া থাকেন। * এদিকে কারতলব খ৷ মুখমুসাবাদেই অবস্থিতি করিতে লাগিলেন। কারতলবখ মুখমুসাবাদে আপনার আবাসস্থান স্থাপন করিলে, দেওয়ানের দাক্ষিণাত্যে গমন দেওয়ানী বিভাগের যাবতীয় কৰ্ম্মও প্রত্যাবৃত্ত হইয়। মুখস্তুস- চারীও তথায় অবস্থিতি করিতে আরম্ভ বাদের মুর্শিদাবাদ নামকরণ । করেন। বৎসরের শেষে দেওয়ান আয়ব্যয়সংক্রান্ত কাগজপত্রাদি প্রস্তুত করিয়া তাহার সময়ে বাঙ্গলার রাজস্ব কি পরিমাণে বদ্ধিত হইয়াছে, বাদসহিকে তাছ দেখাইবার জন্য নিজেই তৎসমুদয় লইয়া দাক্ষিণাত্যে সম্রাট শিবিরে উপস্থিত হওয়ার ইচ্ছা করিলেন। তিনি সমস্ত কাগজ পত্রে আপনার নাম স্বাক্ষর করিয়া কাননগৌদ্ধয়কে আপনাপন নাম স্বাক্ষরের জন্য অনুরোধ করেন। তৎকালে দেওয়ানের হিসাব

  • Stewart’s Bengal p 224.