পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՎԶ(t o মুর্শিদাবাদের ইতিহাস । বাদসহ আরঙ্গজেবের মৃত্যুতে সাম্রাজ্যমধ্যে নানা রূপ বিশৃঙ্খল ইংরাজ কোম্পানীর হইবে মনে করিয়া ইংরাজ কোম্পানী আপনা বাণিজ্যাধিকার দের সমস্ত মালপত্র মফঃস্বল হইতে কলি লাভের চেষ্টা । কাতার ভাণ্ডারে আনয়ন করেন। সেই সময়ে পাটনা হইতে সংবাদ আসে যে, আজিম ওশ্বান পিতার সাহায্যের জন্য অনেক টাকা কর আদায় করিতেছেন ও ইংরাজদিগের নিকট এক লক্ষ টাকা দাবী করিয়াছেন। ইংরাজের তাহ দিতে অস্বীকৃত হইলে, তাহদের উকীলকে বন্দী হইতে হয়। কলিকাতার কাউন্সিল বা মন্ত্রণাসভা আজিম ওশ্বানকে শান্ত হইতে অনুরোধ করিয়া পাঠান। পাটনার উকীলের নিকট এইরূপ সংবাদ প্রেরিত হয় যে, পাটনায় কোন রূপ গোলযোগ ঘটিলে, তাহার হুগলী প্রভৃতি স্থানে তাহার প্রতিশোধ লইতে কুষ্ঠিত হইবেন না। অতঃপর ইংরাজেরা ফোর্ট উইলিয়ম দুর্গ সুদৃঢ় করিতে যত্নবান হন। কলিকাতাকে সুরক্ষিত করিতে পারিলে তাহাদের বাণিজ্যের বিশেষ কোন রূপ অসুবিধ ঘটবে না ইহাই তাহদের ধারণা ছিল। যখন তাহার অবগত হইলেন যে, বাহাদুরসাহের নিকট হইতে মুর্শিদকুলী তিন প্রদেশের দেওয়ান ও বাঙ্গলা ও উড়িষ্যার নায়েব নাজীম পদে নিযুক্ত হওয়ার আদেশ প্রাপ্ত হইয়াছেন এবং তিনি ইংরাজদিগকে র্তাহাদের বাণিজ্যের বন্দোবস্ত করার জন্য ও কাশীমবাজার কুঠার কার্য্য পুনঃ পরিচালনের জন্ত আহবান করিতেছেন, তখন র্তাহার কিয়ৎ পরিমাণে চিন্তাকুল হইলেন। বিশেষতঃ সেই সময়ে নবীন সম্রাটের ভ্রাত কামবক্স দক্ষিণাত্যে স্বাধীন ভাবে অবস্থিতি করায়, দিল্লীসাম্রাজ্য কাহার করায়ত্ত হইবে ইহাও নির্ণয় কর সহজ ছিল না। তাহদের সোরার নৌকা যাহা পূৰ্ব্বেও নিলি