পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায় । \වAS পড়ছিতে পারিত না এক্ষণে তাহদের অবস্থা আরও শোচনীয় হইয়া উঠিল। তজ্জন্ত পাটনা কুঠার কার্য্য বন্ধ করার পরামর্শ চলিতেছিল । সেই সময়ে ১৭০৮ খৃষ্টাব্দের মধ্য ভাগে হুগলীতে এক জন নুতন ফৌজদার আগমন করেন। তিনি প্রথমতঃ ইংরাজদিগের সহিত মিত্র ব্যবহার করিয়াছিলেন, কিন্তু পরিশেষে অন্ত প্রকার মূৰ্ত্তি ধারণ করায়, কোম্পানী তাহাকে সন্তুষ্ট করিবার চেষ্ট৷ করিতে লাগিলেন। জুলাই মাসে ফৌজদার স্থানীয় ব্যবসায়ীদিগকে ইংরাজদিগের সহিত কারবার করিতে নিষেধ করিলেন, কোম্পানীয় প্রতিনিধিগণ অবমানিত হইতে লাগিলেন, র্তাহাদের কৰ্ম্মচারিবর্গকেও বন্দী করা হইল এবং কলিকাতা আক্রমণেরও ভয় প্রদর্শিত হইতে লাগিল । ইংরাজেরা অত্যন্ত ভীত হইয়া পড়িলেন। ফিরিঙ্গী ও খৃষ্টানগণ কুজ কাওয়াজ শিক্ষা করিতে আরম্ভ করিল। এমন সময়ে সাজাদ ফরথসেরের খোয়াসীদার মীর মহম্মদ জাফর ফৌজদারকে শান্ত হওয়ার জন্ত সংবাদ পাঠাইলেন ও ইংরাজদিগের বাণিজ্যের কোনরূপ বাধা না দিতেও অনুরোধ করিলেন। ফৌজদার তাহাকে লিখিয়া পাঠান যে, দেওয়ানের আদেশে তাহাকে এই সমস্ত করিতে হইতেছে। মীর মহম্মদ জাফর ইংরাজদিগকে আরও কিছুদিন অপেক্ষা করিতে বলেন। মান্দ্রাজের কর্তৃপক্ষগণ বাণিজ্যাধিকারের আদেশ পাইয়াছিলেন, কিন্তু বাঙ্গলায় তদ্বিষয়ে নানারূপ গোলযোগ বটতে লাগিল। ইতিপূৰ্ব্বে ১৭৯৮ খৃষ্টাব্দের এপ্রেল মাসে রাজমহলে সাজাদার নিকট উকীল শিবচরণ প্রেরিত হইয়াছিলেন। র্তাহার দ্বারা কোম্পানীর কর্তৃপক্ষীয়গণ বলিয়া পাঠান যে, তাহারা বাদসাহের নিকট হইতে সত্বর সনন্দ পাওয়ার আশা করিতেছেন এবং তাহ আসিলেই যুবরাজের নিকট প্রেরিত হইবে, এক্ষণে পুরাতন