পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায় । ৩৫৩ ট্রাক দিতে হইবে। ইংরাজের বিপন্ন হইয়া অবশেষে হুগলীর ফৌজদারের শরণাপন্ন হইলেন। ফৌজদার এক্ষণে শান্ত মূৰ্ত্তি ধারণ করিয়াছিলেন এবং তাহার প্রাপ্য ৩ হাজার টাকায় কোম্পানীর পক্ষাবলম্বনে প্রতিশ্রুত হইয়াছিলেন। তিনি ৩৫ হাজার টাকায় যুবরাজ ও দেওয়ানকে নিরস্ত করিবেন বলিয়া অভয় প্রদান করিলেন, কিন্তু প্রকৃত পক্ষে এ বিষয়ে তাহার কৃতকাৰ্য্য হওয়ার কোনই সম্ভাবনা ছিলনা। ১৭০৮ খৃষ্টাব্দের ডিসেম্বর মাসে সংবাদ আসিল যে, কোম্পানীর রাজমহলস্থ ইংরাজ প্রতিনিধি কথর্প সাহেব বন্দী হইয়াছেন এবং ১৪ হাজার টাকা না পাইলে যুবরাজ তাঁহাকে ও কোম্পানীর কোন নৌকা ছাড়িয়া দিবেন না। অতঃপর কোম্পানী সরকারের বিরুদ্ধাচরণে প্রবৃত্ত হইলেন। যদিও ১৭০৯ খৃষ্টাব্দের প্রথমে সাহআলম কর্তৃক কামবক্সের পরাজয় ও র্তাহার মৃত্যু সংবাদ আসিয়াছিল, তথাপি কোম্পানীর কৰ্ম্মচারিবর্গ খিদিরপুরের কয়েক জন চেকীদারকে তাহদের নৌকা আটক করার জন্ত ধৃত করিয়া বেত্ৰাঘাত করেন। এই সময়ে সাজাদা ফরথসের ও দেওয়ান মুর্শিদকুলী কাৰ্য্যোপলক্ষে দিল্লী যাত্রা করিয়াছিলেন এবং সেরবলন্দ খার হস্তে বাঙ্গলা বিহার, ও উড়িষ্যার সমস্ত কার্যের ভার অপিত হয় । বাদসাহ সাহআলমের নিকট হইতে দেওয়ানী পদে প্রতিষ্ঠিত থাকার অনুমতি পাইয়া মুর্শিদকুলী খাঁ রাজস্ব বৃদ্ধির জন্ত জমীদারগণের উপর পীড়াপীড়ি আরম্ভ করেন। তাহার এই প্রকার কঠোরতীয় রাজ্যের আয় বৃদ্ধি হইতে লাগিল বটে, কিন্তু জমীদারগণকে মান প্রকার অসুবিধা ভোগ করিতে হইল। দেওয়ান ভূমির জমীদার ও দেওয়ান, বীরভূম ও বিষ্ণুপুর।