পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায় । vని( a বৃহৎ পুষ্করিণী খনন ও মন্দির নিৰ্ম্মাণ করাইয় আপনার নামকে চিরস্মরণীয় করিয়া রাখিয়াছেন। শিব সিংহের খনিত সুবৃহৎ শিবসাগর পুষ্করিণী হইতে শিবসাগর প্রদেশের নামকরণ হইয়াছে। আগামরাজ তাহার প্রতিনিধি বড় ফুকন * দ্বারা গজদন্তনির্মিত শিবিক ও চোকী, মৃগনাভি, লাক্ষ, ময়ূরপুচ্ছ প্রভৃতি মুর্শিদকুলী খার নিকট উপঢৌকন পাঠাইতেন। কোচবিহাররাজ রূপনারায়ণও নানাপ্রকার উপহার প্রেরণ করিতেন। ইতিপূৰ্ব্বে তিনি মোগলদিগের বিরুদ্ধে অস্ত্র ধারণ করিয়া কৃতকাৰ্য্য হইতে না পারায়, ইব্রাহিম খার পুত্র জবরদস্ত খার সহিত সন্ধি করিয়া, বোদ, পাটগ্রাম ও পূৰ্ব্বভাগ এই তিনট পরগণা জমিদারীস্বত্ত্বে প্রাপ্ত হন। র্তাহাকে তাহার ছত্রনাজিরের নামে সুবেদারের নিকট কর পাঠাইতে হইত। পরিশেষে মুর্শিদকুলী খাঁ দেওয়ান হইলে, তাহাকে অনেক উপহার প্রদান করিয়া, তাহার সহিত মিত্রতাস্থত্রে বদ্ধ হন। রূপনারায়ণের স্থাপিত দেবমন্দিরাদি অদ্যপি তাহার কীৰ্ত্তি ঘোষণা করিতেছে। রূপনারায়ণের পর তাহার পুত্ৰ উপেন্দ্রনারায়ণও কুলীৰ্থার নিকটে উপহার পাঠাইতেন। ত্রিপুরারাজ রত্নমাণিক্য হস্তী ও হস্তিদন্তনিৰ্ম্মিত নানা প্রকার দ্রব্য উপঢৌকন প্রেরণ করিতেন। রত্নমাণিক্যের রাজত্বের প্রথম ভাগে সায়েস্ত খ ত্রিপুরা আক্রমণ ও জয় করিয়া একবার তাহাকে বন্দী করেন, পরে তিনি পুনৰ্ব্বার ত্রিপুরার সিংহাসনে উপবিষ্ট হন। রত্নমাণিক্য কুলী খাকে উপঢৌকন পঠাইয়া সন্তুষ্ট করিয়াছিলেন । দেওয়ান এই সমস্ত রাজানিগের উপঢৌকন পাইয়া তৎপরিবর্তে র্তাহাদিগকে খেলাত প্রদান ' * রাজপ্রতিনিধিকে বড় ফুকন বলিত। তারিখ বাঙ্গলায় বদলে ফুকন লিখিত আছে।