পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায় । V)(to

েটনার নৌকা হইতে ১৭ হাজার টাকা আদায় করিয়াছেন । ইন্দ্রাজের যদি তাহ দিতে ন চাহেন, তাহ হইলে তিনি কি করিতে পারেন ইহাও ইংরাজের অবগত হইবেন । কলিকাতার কাউন্সিল অগত্য প্যাটেলের প্রতি সমস্ত ভার অর্পণ করিলেন। প্যাটেল সেরলেন্দকে ৪৫ হাজার টাকা দিয়া, বাঙ্গল, বিহার ও উড়িষ্যার অবাধ বাণিজ্যের আদেশ লাভ করিলেন এবং হুগলী, রাজমহল, ঢাকা ও শিদাবাদের জন্ত বিশিষ্ট আদেশও লাভ করা হইল। বাদসাহের খাজনাথানার দারোগ ওরালী বেগ এই বিষয়ে প্যাটেলকে সাহান্য করার জন্য কলিকাতায় বিশেষরূপে অভার্থিত ও সহস্র মুদ্র মূল্যের উপহার প্রাপ্ত হইলেন । *

এই সময়ে মান্দ্রাজের প্রেসিডেন্ট পিট্‌ সাহেব, বাহাদুর সাঙ্গের দরবারে ইংরাজ কোম্পানীর অবাধ বাণিজ্যাধিকারের জন্য চেষ্টা করিতেছিলেন। পিটু কলিকাতা কাউন্সিলকে তাহার সহিত যোগ দেওয়ার জন্ত অনুরোধ করিয়া পাঠান, কিন্তু কাউন্সিল মুর্শিদাবাদ ও রাজমহলে কাৰ্য্যোদ্ধারের চেষ্টায় ব্যাপৃত থাকায় পিটের প্রস্তাবে মনোনিবেশ করেন নাই । ১৭০৯ খৃষ্টাব্দের নবেম্বর মাসে সেরবলন্দ খা শাসনকাৰ্য্য হইতে অবসর গ্রহণ করিলে, করপসের আজিম ওখানের প্রতিনিধি ও মুর্শিদকুলী খাঁ নায়েব নাজিম ও দেওয়ান নিযুক্ত হন। সেই সময়ে যিনি মুর্শিদকুলীর ইনে দেওয়ান নিযুক্ত হইয়াছিলেন, তিনি কোম্পানীর সমস্ত মালপত্র নৌকা আটক করিয়া ২০ হাজার টাকা না পাইলে ছাড়িয়া দিবেন হুগলীর নুতন ফোজদার জিয়া উদ্দীন খা ।

  • Wilson's Annals Vol. I.