পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায় । *> করপসের রাজমহল হইতে ইংরাজদিগের বাণিজ্যের আদেশ ও প্রেসিডেন্টকে শিরোপা পাঠাইয়াছেন। নবেম্বর মাসে প্রেসিডেন্ট ও তাঙ্গর সমভিব্যাহারী কৰ্ম্মচারিবর্গ হুগলীতে গিয়া ফৌজদারের নিকট হইতে শিরোপ লইয়া আসিলেন। অতঃপর কোম্পানীর কার্য্য একরূপ শান্ত ভাবে চলিতে লাগিল । ,১৭১০ খৃষ্টাব্দের শেষে মুর্শিদকুলী খাঁ বাঙ্গলার নায়েব নাজিম ও দেওয়ান নিযুক্ত হইয়া বঙ্গদেশে উপস্থিত ঠন ও রাজ্যমধ্যে প্রভুত্ব বিস্তার করিতে আরম্ভ করেন । এই সময়ে রবার্ট তেজেস্ কাশীমবাজার কুঠীর অধ্যক্ষ এবং এডওয়ার্ড পেজ, ষ্টকৃহাউস্ ও এজ তাহার সহকারী নিযুক্ত হন। কুলী খ মুর্শিদাবাদে উপস্থিত ইষ্টলে, হেজে তাহার সহিত সাক্ষাৎ করেন ও কাশীমবাজার কুষ্ঠা মেরামত করিতে সচেষ্ট হন। সেই সময়ে অধ্যক্ষ ওয়েল্ডেন কাৰ্য্য হইতে অপস্থত হওয়ায়, জন রসেল তাহার স্থলে অধ্যক্ষ মনোনীত হইয়াছিলেন। ১১৭১১ খৃষ্টাব্দের মে মাসে হুগলীর ফৌজদার জিয় উলনের নিকট আজিম ওশ্বান লিখিয়া পাঠান যে, অবাধ বাণিজ্যের ফমানের জন্য কোম্পানী কি পরিমাণ অর্থ দিতে পারেন, তাহা তিনি জানিতে ইচ্ছা করেন । কিন্তু কোম্পানীর কৰ্ম্মচারিবর্গ সুরাটের কর্তুপক্ষের সহিত পরামর্শ না করিয়া তাহার উত্তর দিতে স্বীকৃত হন নাই। যাহা হউক ফামানপ্রদানের পূৰ্ব্বে আজিম ওখান কোম্পানীকে এক নিশান দেওয়ার অঙ্গীকার করেন । কিন্তু দেওয়ান মুর্শিদকুলী এই সমস্ত বিষয়ে কর্ণপাত করেন নাই। সেই সময়ে খাঁ জাহান বাহাদুরের বাঙ্গল, বিহার ও উড়িষ্যার দেওয়ান হওয়ার প্রস্তাব হয় এবং কোম্পানী তাহাকে সস্তুষ্ট করার চেষ্টায়ও প্রবৃত্ত হন। তৎকালে $ দেওয়ান মুর্শিদকুলী খ ও ইংরাজ কোম্পানী ।