পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৬২ মুর্শিদাবাদের ইতিহাস । দিল্লীতে গোলযোগ উপস্থিত হওয়ায়, আজিম ওখান ফরখ সেরকে তথায় আহবান করিয়া পাঠান এবং খ জাহানের প্রতি উড়িষ্যার সুবেদারী ও বাঙ্গলার নায়েব নাজিমীর ভার অর্পিত হয়। তাহার পর বাদসাহ আজিম ওখানকে বাঙ্গলার সমস্ত কার্য্যের ভার অর্পণ করিলে, দেওয়ান তাহাকে ১২ শত সুবর্ণ মোহর নজর পাঠাইয়া দেন। ওলন্দাজেরাও র্তাহাকে ২ হাজার টাকার নজর পাঠান, কোম্পানীকেও অগত্যা তাহাই দিতে হয়। * হেজেস্ সাহেব দেওয়ানের সহিত সাক্ষাৎ করিয়া সনন্দপ্রাপ্তির জন্ত অত্যন্ত অনুরোধ করেন । দেওয়ান প্রথমতঃ সনন্দের জন্ত ৪৫ হাজার ও নিজের জন্য আরও ১৫ হাজার টাকা চাহেন, ক্রমে তিনি কোম্পানীর প্রতি আরও চাপ দিয়া বসেন। দেওয়ান স্পষ্ট করিয়া বলেন যে, সাজদাকে ৪৫ হাজার বাদসাহকে ১৫ হাজার ও অন্তান্ত কৰ্ম্মচারীকে যথোপযুক্ত অর্থ প্রদাননা করিলে,তিনি সনন্দের জন্য কোন রূপ চেষ্ট করিবেন না। এই সময়ে দেওয়ান ওলন্দাজদিগের ফাৰ্ম্মান ও নিশান থাকা সত্ত্বেও তাঁহাদের বাণিজ্য রোধ করিয়া ৩৩ হাজার টাকা দাবী করেন। কলিকাতার কাউন্সিলে ৩০ হাজার টাকা দেওয়া স্থির হয়। কিন্তু দেওয়ান তাহাতে স্বীকৃত না হইলে ও কোম্পানীর নৌকা আটক করিয়া রাখিলে, কোম্পানীও মোগল নৌকা আটক করিয়া আজিম ওখান ও বাদসাহকে সমস্ত বিষয় জানাইবেন বলিয়া দেওয়ানকে ভয় প্রদর্শন করেন। কোম্পানীর কৰ্ম্মচারিবর্গ আজিম ওখানের নিকট হইতে ফাৰ্ম্মান ও নিশান প্রাপ্তির ও দেওয়ানের ব্যবহার দিল্লীর দরবারে জানাইবার জন্ত জিয়া উদ্দীন খাকে বারম্বার

  • Wilson's Annal’s vol. II. Summeries.