পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ e মুর্শিদাবাদের ইতিহাস। গণের ঘোরতর যুদ্ধ উপস্থিত হয় । এই যুদ্ধে সদাশিব রাও প্রমুখ মহারাষ্ট্ৰীয় বীরগণ অত্যন্থত শৌৰ্য্য প্রদর্শন করিয়া আফগানদিগকে সন্ত্ৰাসিত করিয়া তুলিয়াছিলেন। কিন্তু সদাশিব রাও নিহত হওয়ায় মহারাষ্ট্ৰীয়েরা অবশেষে একেবারে বিধ্বস্ত হইয় পড়ে। আফগানেরা তাহাদের প্রতি যারপরনাই অত্যাচার করিয়াছিল। ইহার পর আমেদ সা দিল্লী গমন করিয়া অালম্ গীরের পুত্র আলি গহরকে সিংহাসন প্রদান করেন, ও অবশেষে স্বদেশাভিমুখে অগ্রসর হন। আলি গহর সাহ আলম্ উপাধি গ্রহণ করিয়া দিল্লীর সিংহাসনে উপবেশন করেন। অষোধ্যার নবাব সুজা উদ্দৌলাকে উজীরের পদ প্রদান করা হয়। স্বজ উদ্দৌলা ও সাহ আলম ইংরাজদিগের বিরুদ্ধে অভূখিত হইয় তাহাদিগের বীর্য্যবত্তার পরিচয় প্রাপ্ত হন। অবশেষে ইংরাজদিগের সহিত ১৭৬৫ খৃষ্টাব্দে সন্ধি স্থাপিত হইলে, সম্রাট সাহ আলম কোড়া ও এলাহাবাদ প্রদেশের অধিকার প্রাপ্ত হন। তিনি ইংরাজদিগকে বাঙ্গল, বিহার, উড়িষ্যার দেওয়ানী প্রদান করেন, এবং নিজে ইংরাজদিগের এক প্রকার বৃত্তিভোগী হইয়া শেষ জীবন অতিবাহিত করিতে বাধ্য হন। সাহ আলম পরিশেষে কোড়া ও এলাহাবাদের অধিকার পরিত্যাগ করিলে ইংরাজের উক্ত দুই প্রদেশ মুজা উদ্দৌলার নিকট বিক্রয় করেন। প্রয় সমস্ত প্রদেশ তাহার অধিকারে ছিল, তাহাদের মধ্যেও প্রায় রাজধান বিদ্রোহানল প্ৰজলিত হইয়া তাহাঁর জীবনকে অশাস্তিময় সংগ্রহের জ। সম্রাট সাহ আলম পরিশেষে অন্ধ হইয়া শেষ জীবনে মল্পের নিকট গমমভাগ করেন। সীহ আলমের পর হইতে দিল্লীর মধ্যে মারাভয় উপস্থিপ বিলোপপ্রাপ্ত হয়। দিল্লীর মোগলসমাটের হন। অলিম্ গীর আমেদেরই ইংরাজদিগের বৃত্তিভোগীমাত্র হইয়