পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায় । ○と○ অনুরোধ করিতে প্রবৃত্ত হন। তাহার পর আজিম ওখান দেওয়ানকে প্লাজদিগের বাণিজ্যরোধের নিষেধাজ্ঞা লিখিয়া পাঠান। কিন্তু ওয়ান পরোক্ষভাবে কোম্পানীর সহিত অসদ্ব্যবহার করিতে লাগিলেন। কাশীমবাজারের কোন ব্যবসায়ী দেওয়ানের ভয়ে কোম্পমাকে মালপত্র দিতে সাহসী হইত না। অগত্যা কাশমবাজারের কৰ্ম্মচারিবর্গ কুঠীর কার্য্য বন্ধ করিয়া সমস্ত মালপত্র নৌকায় বোঝাই দিল্লী কলিকাতায় আসিতে প্রবৃত্ত হন। কোম্পানীর কৰ্ম্মচারিবর্গকে কাশমবাজার পরিত্যাগ করিতে দেখিয়া, দেওয়ান কোম্পানীর অবাধ বাণিজ্যের জন্ত ফাৰ্ম্মা ও নিশান দিতে অঙ্গীকার করেন এবং কোম্পানীর কোন প্রতিনিধিকে দিল্লীদরবারে যাইতে নিষেধ করিয়া পাঠান। কিন্তু র্তাহার নিজের ছাড়পত্রের জন্ত ৩০ হাজার টাকা ও মৰ্ম্মানের জন্ত সাড়ে বাইশ হাজার সিদ্ধা টাকার ছণ্ডী চাহিয়া বসেন। সেই সময়ে আবার জিয়া উদ্দীন খী হুগলী হইতে অপস্থত হওয়ায় এবং হুগলী বন্দর প্রভৃতি দেওয়ানের নিজ কর্তৃত্বাধীনে আসায়,১৭১১ খৃষ্টদের অক্টোবর মাসে কাউন্সিল অগত্যা দেওয়ানের প্রস্তাবে সম্মত হন। ঐ সময়ে রাজমহলে খাঁ জাহানকেও উপহার দিয়া নৌকা ছাড়ের পরওয়ান লওয়া হয়।