পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায়। \S(\טd র মুর্শিদাবাদে উপস্থিত হন ও লালবাগের প্রাসাদে কিছুদিন বাস করিয়া, তথা হইতে রাজমহলে ও পরিশেষে পাটনায় গমন করেন। তিনি মুর্শিদকুলী খার বন্দোবস্তের প্রত কোন রূপ হস্তক্ষেপ করিতেন না। বাহাদুরসাহ ও আজিম ওখানের মৃত্যুর পর ফলপসের পাটনায় সম্রাট বলিয়া ঘোষিত হইলে, তিনি সাম্রাজ্যপ্রাপ্তির জন্ত মুর্শিদকুলীকে সাহায্য করিতে অনুরোধ করিয়া পাঠান ৪ তাহার নিকট বাঙ্গলার রাজস্বের দাবী করেন। মুর্শিদকুলী ঠাঙ্গর প্রস্তাবে স্বীকৃত না হইয়া এইরূপ উত্তর দেন যে, যখন জাঙ্গনদরসহিকে সম্রাট বলিয়া স্বীকার করিয়াছেন তখন তিনি র্তাহার বিরুদ্ধে কোন রূপ কাৰ্য্য করিতে পারেন না। কুলী খাঁর এইরূপ উক্তি শুনিয়া ফরখ সের পাটনার শাসনকৰ্ত্ত নবাব সৈয়দ হোসেন আলিকে দেওয়ানের সমস্ত সম্পত্তি অথবা তাহার মস্তক আনিবার আদেশ দেন। কিন্তু হোসেন আলি যাইতে না পারায়, মির্জ মহম্মদ রেজা ও মির্জ জাফর প্রেরিত হন । সেই সময়ে ফরখ সের ইংরাজ ও ওলন্দাজদিগের নিকট হইতে ৪৷৫ লক্ষ টাকা দাবী করিয়া বসেন ও পাটনার সকল লোকের নিকট হইতে বলপূৰ্ব্বক টাকা আদায়ের চেষ্টা করেন। ইংরাজের নবাব ও তাহার কৰ্ম্মচারিগণকে আড়াই ভাজার টাকা উপহার দিয়া কোন রূপে নিস্কৃতিলাভে সক্ষম হইয়াছিলেন। ফরথ সেরের সৈন্তগণ মুর্শিদকুলীর নিকট হইতে す

  • Stewart. f ষ্ট্যাট বলেন যে, এই সময়ে করথসের মুর্শিদাবাদে অবস্থিতি করিতেন, কন্তু তাহ প্রকৃত নহে । বাস্তবিকই তিনি সে সময়ে পাটনায় ও তাহীর পূর্বে রাজমহলে ছিলেন।
  1. Wilson's Annals vol. II.