পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○やb" মুর্শিদাবাদের ইতিহাস। হইতে অনেক টাকা আদায় করিয়া লন। ইংরাজের ২২ হাজার টাকা দিয়া নিষ্কৃতিলাভে সক্ষম হন। ইতিপূৰ্ব্বে উল্লিখিত হইয়াছে যে, হুগলীর ফৌজদার জিয়া উদ্দীন छिप्न प्लेोन श्रृं 1 । খ * স্বাধীন ভাবে আপনার কার্য্য পরিচালন করিতেন। কিন্তু তাহাতে নানাপ্রকার অসুবিধা হয় দেখিয়া মুর্শিদকুলী দেওয়ান ও নায়েব নাজিমস্বরূপে হুগলীর ফৌজদারী নিজের কর্তৃত্বাধীনে আনয়নের জন্য সম্রাট বাহাদুরসাহের নিকট আবেদন করেন। সেই সময়ে ১৭১২ খৃঃ অব্দে জিয়া উদ্দীনের স্থানে আবুতালেব হুগলীর ফৌজদার নিযুক্ত হন এবং মুর্শিদকুলী শুল্ক ও রাজস্বদির বন্দোবস্তের জন্ত ওয়ালীবেগকে আপনার নায়েব স্বরূপে নিযুক্ত করিয়া পাঠান। প্রথমতঃ ইহাদের পরস্পরের মধ্যে অত্যন্ত গোলযোগ উপস্থিত হইয়াছিল। জিয়া উদ্দীনও সহজে হুগলী পরিত্যাগ করিতে চাহেন নাই। তিনি সৈন্ত সংগ্ৰহ করিয়া নুতন ফৌজদারের সহিত বিবাদে প্রবৃত্ত হন। আবুতালেব ইংরাজদিগকে র্তাহার সাহায্যের জন্য সংবাদ দিলে, র্তাহার বণিকৃ, সুতরাং যুদ্ধকার্য্যে অক্ষম, এই কথা ফৌজদারকে লিথিয়া পাঠান। ইহার পর কুলী খাঁর নায়ের ওয়ালীবেগের সহিত ও ফৌজদরের কিছু গোলযোগ ঘটিয়াছিল। তাহার মীমাংসার জন্য কোম্পনীর পক্ষ হইতে হেজেস ও উইলিয়ম্সন হুগলী গমন করিয়াজুিলন। নূতন ফৌজদারের অপেক্ষ পুরাতন ফৌজদার জিয়া নর সহিত ওয়ালীবেগের বিবাদ কিছু গুরুতর আকার ধারণ

  • Stewart थङ्कडि छिब्रा छकौनएक tजप्रकौन बलिग्न छेcझ५ कब्रिव्राएइब ।। * Wilson's Annals vol. II.