পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায়। \o করে। প্রথমতঃ হেজেস ও উইলিয়মৃদন পরে প্রেসিডেন্ট রসেল লহার মীমাংসার জন্ত হুগলীতে উপস্থিত হইয়াছিলেন। কিন্তু গোলযোগের নিষ্পত্তি না হওয়ায় উভয়ের মধ্যে একটা ক্ষুদ্র যুদ্ধ হইয়াছিল বলিয়া জানা যায়। * জিয়া উদ্দীনের পেস্কার কিঙ্কর সেনের নিকট ওয়ালীবেগ সমস্ত আয়ব্যয়ের হিসাব চাওয়ায়, জিয়া উদ্দীন তাহা দিতে নিষেধ করিলে উভয় পক্ষের মধ্যে বিবাদের স্ত্রপাত হয়। জিয়া উদ্দীন ওলন্দাজ ও ফরাসীগণের সাহায্যে ওয়ালীবেগের সহিত যুদ্ধ করিতে প্রবৃত্ত হইলেন। যদিও নূতন দৌজদার ওয়ালীবেগের পক্ষ অবলম্বন করিয়াছিলেন, তথাপি তিনি মুর্শিদকুলীকে আনুপূৰ্ব্বিক সমস্ত ব্যাপার লিখিয়া পাঠাইলে, কুলী * ওয়ালীবেগের সাহায্যের জন্ত দলীপ সিংহ নামে । একজন কৰ্ম্মচারীকে অশ্বারোহী ও পদাতিক সৈন্যসহ প্রেরণ করেন। চন্দন নগরের নিকট ; উভয় পক্ষের শিবির সন্নিবেশিত হয়। জিয়া উলনের নায়েব মোল্লা তসেম তুরানী ইউরোপীয় গোলন্দাজদিগের গগয্যে বিপক্ষগণের সহিত যুদ্ধার্থে প্রস্তুত হন। যুদ্ধারম্ভের পূৰ্ব্বে জিয়া উদীনের পক্ষ হইতে একটী কৌশল প্রকাশ করা হইয়াছিল বলিয়া অবগত হওয়া যায়। তিনি সন্ধিপ্রস্তাবের ছলে দলীপ সিংহের নিকট এক দূত প্রেরণ করেন। দূত লাল বর্ণের একখানি শাল মাথায় বাধিয়া যেই দলীপ সিংহের নিকট উপস্থিত হয়, অমনি

  • তারিখ বাঙ্গল, রিয়াজুস সালাতীন ও ইরাটে এই যুদ্ধের বিষয় লিখিত আছে ।

f তারিখ বাক্ষলায় দিলপৎ ও রিয়াজে দিলীপ সিংহ আছে ।

  • তারিখে ও রিয়াজে দেবীদাসপুকুরের নিকট শিবিৱসন্নিবেশের কথা ** यांग्न ।