পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o মুর্শিদাবাদের ইতিহাস ।ףס\ তাহাকে লক্ষ্য করিয়া একজন ইউরোপীয় গোলন্দাজ দলীপ সিংহের উপর এক গোলা বর্ষণ করিলে তাহাতেই তাহার মৃত্যু সংঘটিত হয়, অথচ দূত অক্ষত শরীরে প্রত্যাবৃত্ত হইতে সক্ষম হইয়াছিল। জিয়া উদ্দীন উক্ত গোলন্দাজকে পরে পুরস্কৃত করিয়াছিলেন। দলীপের মৃত্যুতে র্তাহার সৈন্তগণ হুগলী কেল্লায় আশ্রয় গ্রহণ করে। তাহার পর জিয়ী উদ্দীনও কিছুকাল হুগলীতে অবস্থান করিয়াছিলেন। সেই সময়ে ইংরাজের ফৌজদার আকু তালেবকে জিয়া উদ্দীনের সহিত গোলযোগ মিটাইতে অনুরোধ করিলে, তিনি র্তাহাকে মুর্শিদকুলী খাঁর শরণাপন্ন হইতে বলেন। কিন্তু জিয়া উদ্দীন কুলী খাকে পরম শত্র বোধ করিয়া তাহাতে সন্মত হন নাই। ফরথ সেরের সিংহাসন অধিরোহণের পরও তিনি কয়েক মাস হুগলীতে অবস্থিতি করিয়াছিলেন। সেই সময়ে মীর নাসিরকে হুগলীর ফৌজদার বলিয়া জানা যায়।* মধ্যে জিয়ী উদ্দীন বাঙ্গলায় দেওয়ানী পাওয়ার আশা করিয়াছিলেন । তাহার পর ১৭১৩ খৃঃ অব্দের জুন মাসে জিয়া উদ্দীন দিল্লী যাত্রা করেন ৷ f দিল্লী গমন করার কিছু কাল পরে তাহার মৃত্যু হয়। কিঙ্কর সেনও জিয়া উদ্দীনের সহিত দিল্লী গমন করিয়াছিলেন। পরে তথা হইতে প্রত্যাবৃত্ত হইয়া মুর্শিদকুলী খার সহিত সাক্ষাৎ করিলে কুলী খ তাহাকে পুনৰ্ব্বার হুগলী বন্দরের কার্য্যে নিযুক্ত করেন। পর বৎসর তহবিলভঙ্গের অপরাধে কিঙ্কর কারারুদ্ধ হইয়া করিাগারেই জীবন বিসর্জন দিতে বাধ্য হন। ৪

  • Wilson's Annals vol. II. Summeries.

+ Do. - $ মুসলমান ঐতিহাসিকগণ বলিয়া থাকেন যে, মুর্শিদকুলী ধ ন