পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায়। ৩৭১ সৈয়দ ভ্রাতৃদ্বয়ের অপরিসীম চেষ্টায় জাহান্দরসাহের নিধনের পর ১৭১৩ খৃঃ অন্ধের ফেব্রুয়ারি মাসে ফরখ rলন কিছু লের দিল্লীর সিংহাসনে উপবিষ্ট হন। মুর্শিদ- হইতে বাঙ্গলাশাসরুগ্ন থা প্তাহার অধীনতা স্বীকার করি নির অক্ষতিগ্ৰহ নিজের চিরপ্রথামত বাদসাহকে নজর ও নানাবিধ দ্রব্য উপঢৌকন পঠাইয়া দিলেন। যদিও ফরথসের সাম্রাজ্যপ্রাপ্তির সাহায্য না করার জন্য পূৰ্ব্বে কুলী খার প্রতি অসন্তুষ্ট হইয়াছিলেন, তথাপি তিনি বরাবরই র্তাহাকে বিশ্বস্ত ও কাৰ্য্যদক্ষ কৰ্ম্মচারী বলিয়া জানিতেন। এক্ষণে তিনি মুর্শিদকুলীর নিকট হইতে নজর ও উপঢৌকনাদি পাইয় তাহার কার্য্যদক্ষত স্মরণ করিয়া, তাহাকে বাঙ্গলা ও উড়িযার সুবেদারী ও পূর্বের স্তায় তিন প্রদেশের দেওয়ানীও প্রদান করিলেন। বিহারের জন্য একজন স্বতন্ত্র সুবেদার নিযুক্ত হন। প্রথমে মীরজুমা পরে সেরবলন্দ পাটনার সুবেদার নিযুক্ত হইয়াহইয়াছিলেন। মুর্শিদকুলী খাঁ নাজিমী ও দেওয়ানী উভয় পদ ক্ৰোধের নিমিত্ত কিঙ্কর সেনের মৃত্যু ঘটাইবার জন্য কৌশলক্রমে তাহাকে পুণর্কবার কার্ষ্য প্রদান করিয়াছিলেন । তারিখ বাঙ্গলার লিখিত অাছে যে, কিঙ্কর সেন দিল্লী হইতে প্রত্যাগত হইয়৷ বাম হন্তে কুলী খাকে সেলাম *ब्रिएल, उिनि ट्रेझीब्र कांब्रन छिछtनां कानन । उांझोरठ किकब्र 4श्झ* উত্তর দেন যে, যে হন্তে বাদসাহকে সেলাম করিয়াছেন, সে হস্তে কুলী থাকে অভিবাদন করিতে পারেন না। কুলী ধ। উত্তর করেন যে, কিঙ্কর ত চিরদিনই তাঁর তলে থাকিবে । এই ব্যাপারে আরও ক্রুদ্ধ হক্টর। এবং পূর্ব ক্রোধের ***itषब्र जना छैांश८क झशृलौब्र कार्य थमांन कtब्रन । शृष्द्र उइक्लि °ইরাপের ছল খরিয়া উহাকে কারারুদ্ধ করিয়া, তাহার পায়জামার মধ্যে বিড়াল ছাড়িয়া দেন ও মহিষদুগ্ধে লবণ মিশ্রিত করির তাহাকে পান করিতে দিওয়া হয়, তাহাতে তাহার উদরের পীড় হওয়ায় তিনি পঞ্চত্ন প্রাপ্ত হন। কুলী খ'র এইরূপ প্রকৃতি বিশ্বাস্য কিনা তাহাও বিবেচনার বিষয় ।