পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१२ মুর্শিদাবাদের ইতিহাস । প্রাপ্ত হন । সফদর সম্রাট আমেদ সাহের সময়ে উজীরের পদে প্রতিষ্ঠিত হইয়াছিলেন । সেই সময় হইতে অযোধ্যার শাসনকৰ্ত্তারা নবাব-উজীর নামে অভিহিত হন। সফদরের প্রতিবেশী রোহিরাগণের সহিত র্তাহার প্রতিনিয়ত বিবাদ উপস্থিত হইত, এবং তাহাদের নিকট তিনি দুই একবার পরাস্তও হইয়াছিলেন । সফদরের রাজ্য অনেকবার মহারাষ্ট্রীয়গণকর্তৃক আক্রান্ত হয়। ১৭৫৩ খৃষ্টাব্দে সফদরের মৃত্যুর পর তাহার পুত্র স্বজ উদ্দৌলা অযোধ্যার নবাবী ও সম্রাট সাহ আলমের উজীরী প্রাপ্ত হন। রাঙ্গলার নবাব মীর কাসেম ইংরাজদ্বিগের ভয়ে মুজার শরণাপন্ন হইলে নবাব-উজীর সাহ আলমের সহিত মিলিত হইয়া, ইংরাজদিগের সহিত যুদ্ধারম্ভ করেন। ১৭৬৪ খৃষ্টাব্দে বক্সরের যুদ্ধে স্বজ উদ্দৌলা ইংরাজদিগের নিকট পরাস্ত হন, ও ১৭৬৫ খৃষ্টাব্দে তাহদের মধ্যে সন্ধি স্থাপিত হয়। এই সন্ধি-অনুসারে অযোধ্যা রাজ্যের কোড়া ও এলাহাবাদ প্রদেশ সম্রাট সাহ আলমের অধিকারে আইলে, এবং অযোধ্যারাজ্যের অন্যাস্ত অংশ স্বজ উদ্দৌলার অধীন থাকে। স্বজ উদ্দৌলা পুনৰ্ব্বার উক্ত দুই প্রদেশ গ্রহণের ইচ্ছা করিলে সাহ আলম্ মহারাষ্ট্ররদিগের শরণাপন্ন হন। পরে তাহারা যখন উক্ত দুই প্রদেশ অধিকারের চেষ্টা করে, তখন সাহ জালস্ কোড়া ও এলাহাবাদের অধিকার পরিত্যাগ ক্ষরিলে, ইংরাজের ৫০ লক্ষ টাকার স্বজ উদ্দৌলার নিকট উক্ত প্রদেশস্বল্প বিক্রয় করেন, এবং স্বজ উদ্দৌলা আপনার সাহায্যের জন্ত ইংরাজলৈন্তরক্ষার ব্যয়ভারবহনে স্বীকৃত হন । ১৭৭৪ খৃষ্টাব্দে ইংরাজদিগের সাহায্যে স্বজ উদ্দৌল রোহিল্লাদিগকে পরাস্ত कद्रव्रन । । ५ई बूरु. cबोझिांनáीव्र इएक्छ ब्रश्ब६ निश्ठ क्न.।