পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায়। Vyరి বন্দুকও সংগ্রহ করা হয়। দুর্গাভ্যস্তরে আর একটা দীর্ঘিকাও খনিত হইয়াছিল, উক্ত দীর্ষিক তাহার গুপ্ত কোষাগার রূপে ব্যবহৃত হইত। শক্র কর্তৃক আক্রান্ত হইলে, তাহাতে ধন রত্নাদি নিক্ষিপ্ত হইবে বলিয় তাহ খনন করা হয়। এতদ্ভিন্ন দুর্গের বাহিরে সুখসাগর ও কৃষ্ণচন্দ্রজীর নামে উৎসর্গীকৃত কৃষ্ণসাগরও তাহার সুকীৰ্ত্তির পরিচায়ক। সীতারাম কেবল দুর্গ ও প্রাসাদ নিৰ্ম্মাণ করিয়া ক্ষান্ত হন নাই, তিনি স্বীয় ধৰ্ম্মামুরাগের পরিচয় প্রদানের জন্য দুর্গের মধ্যে ও বাহিরে দেবমন্দিরও নিৰ্ম্মাণ করাইয়াছিলেন । র্তাহার গুপ্ত কোষাগারস্বরূপ দীর্ঘিকার তীরে ১৬২১ শাক বা ১৬৯৯ খৃঃ অব্দে বাঙ্গলাঘরের অনুকরণে দশভুজালয়, ১৬২৬ শাক বা ১৭০৪ খৃঃ অক্টে দুর্গ দ্বিতল গৃহ ও দুর্গসংলগ্ন কানাই নগরে ১৬২৫ শাক বা ১৭০৩ খৃঃ অঙ্গে সমচতুষ্কোণ ও নানাকারুকাৰ্যখচিত শ্ৰীশ্ৰীকৃষ্ণ চন্দ্রের মন্দির নিৰ্ম্মিত হয় । এতদ্ভিন্ন আরও অনেক দেবালয় নিৰ্ম্মিত হইয়াছিল । * এইরূপে আপনার রাজধানীর গঠন শেষ করিয়া সীতারাম স্বাধীন রাজ্যস্থাপনে প্রয়াসী হন। এই সময়ে • দশভুজালয়ের প্রস্তর ফলকে এইরূপ লিখিত ছিল— “यशै-फूख-ब्रज८कोनै भएक प्रणङ्कखालग्रन्। অকারি প্রীসীতারামরায়েণ খণ্ড মন্দিরম্ ॥" লক্ষ্মীনারায়ণের গৃহ-সংলগ্ন ফলকে এইরূপ লিখিত ছিল,— “শল্পীনারায়পস্থিতৈা ওকাক্ষিরসভূশকে । নিৰ্ম্মিতং পিতৃপুণ্যাৰ্থং সীতারামেণ মন্দিরমূ" ॥ কৃষ্ণচত্রের মন্দিরফলক্ষে বাহ লিখিত আছে তাছার পাঠোদ্ধার করিলে এইরূপ 更弘一