পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবতারণিক1.t వరీ ১৭৭৫ খৃষ্টাব্দে মুজাউদ্দৌলার মৃত্যু হইলে তাহার পুত্র আসফ উদ্দৌলা অযোধ্যার সিংহাসনে উপবেশন করেন । এই সময়ে ইংরাজদিগের সহিত পুনৰ্ব্বার সন্ধি স্থাপিত হইয়া সৈন্তরক্ষার ব্যয়বৃদ্ধি ও অযোধ্যারাজ্যের বারাণসী, জৌনপুর ও গাজীপুরপ্রভৃতি প্রদেশ ইংরাজদিগের হস্তগত হয়। আসফ উদ্দৌলা অর্থাভাবের জন্ত তাহার মাত বহু বেগমের সহিত বিবাদ আরম্ভ করিলে ইংরাজের মধ্যস্থ হইয়া বিবাদ মিটাইয় দেন। ইহাতে জায়গীয়গুলি বেগমের হস্তে আইসে । আসফ উদ্দৌলা ফয়জাবাদ হইতে লক্ষেীয়ে রাজধানী স্থানাস্তরিত করেন। ১৭৮১ খৃষ্টাব্দে ওয়ারেন হেক্টংস চুনারে উপস্থিত হইয়া নবাবের সহিত পুনৰ্ব্বার সন্ধি করিয়া তাহার নিকট হইতে অধিকাংশ সৈন্ত উঠাইয়া আনেন, ও বেগমের হস্ত হইতে জায়গীরগুলি লইয়া তাহাকে প্রত্যপণ করেন। বিদ্রোহী কাশীরাজ চেতসিংহের সহায়তার ছল ধরিয়া আসিফ উদ্দৌলার মাত ও পিতামহীর ধনসম্পত্তি লুণ্ঠন করিয়া হেষ্টিংস তাহাদের প্রতি যারপরনাই অত্যচার করিয়াছিলেন । ১৭৯৮ খৃষ্টাৰে আসফ উদ্দৌলার মৃত্যুর পর তাহার বৈমাত্রেয় ভ্রাতা সাদৎ আলি খাঁ অযোধ্যারাজ্যের অধীশ্বর হন । সিন্ধিয়া তাহার রাজ্যাক্রমণের ভয় প্রদর্শন করিয়াছিলেন। ১৮০১ খৃষ্টাবো ইংরাজদিগের সহিত সন্ধিতে সাদৎ জালির রোহিলখণ্ডশ্লস্কৃতি অৰ্দ্ধেক রাজ্য ব্রিটিশরাজ্যভুক্ত হয়। সাদৎ জালির পুত্র গাজীউদ্দীন হায়দর অযোধ্যার প্রথম রাজা বলিয়া ঘোষিত হন । ক্রমে অযোধ্যারাজ্যে বিশৃঙ্খল উপস্থিত হওয়ায়, উছার শেষ রাজা ७ब्रांजिन अििण जा •v८७ इंटेरल रेशद्राजनिtशत्र बांध्र भांमैौष्ठ হইয়া কলিকাতায় বাস করেন, এখতখায় তাহার बुङ्गेश्य ।