পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शर्छ অধ্যায় । ՎԶԵ :Տ লাল উপাধিধারী ৬ শাণ্ডিলাগোত্রীয় রাঢ়ীয় ব্রাহ্মণগণ অনেক দিন হইতে রাজসাহীর জমীদারী ভোগ করিতেন। র্তাহার রায় উপাধিতেও ভূষিত ছিলেন। এই রাঢ়য়শ্রেণী ব্রাহ্মণবংশে রাজা উদয়নারায়ণ রায় জন্মগ্রহণ করেন। বড়নগরের নিকটস্থ বিনোদনমক গ্রাম তাহার জন্মস্থান বলিয়া কথিত হইয়া থাকে। রাজ :উদয়নারায়ণের সময় বড়নগর রাজধানীর অনেক উন্নতি সাধিত হইয়াছিল। উদয়নারায়ণ মুর্শিদাবাদের জঙ্গীপুর উপবিভাগের অন্তর্গত গণকর গ্রামবাসী ভরদ্বাজগোত্রীয় ঘনশ্রাম রায়ের কন্ত শ্ৰীমতীর পাণিগ্রহণ করেন। র্তাহার গর্ভে উদয়নারায়ণের সাহেবরাম নামে একটী পুত্রের জন্ম হয়। যে সময়ে মুর্শিদকুলী বাঙ্গলার দেওয়ান ও নবাবরূপে বিরাজ করিতেছিলেন, সেই সময়ে উদয়নারায়ণ একজন উপযুক্ত জমীদার বলিয়া বিখ্যাত হন এবং যুদ্ধবিদ্যায়ও তাঁহার যথেষ্ট পারদর্শিতা ছিল। মুর্শিদকুলী খাঁ রাজসাহীর পূর্ব আয়তন বৰ্দ্ধিত করিয়া উদয়নারায়ণের প্রতিই তাহার রাজস্ব সংগ্রহের ভার অর্পণ করেন। রাজার সাহায্যের জন্ত কুলী খাঁ গোলাম মহম্মদ ও কালিয়া জমাদারের অধীন দুই শত অশ্বারোহী সৈন্তও প্রদান দারীও চিত্রিত করা আছে। অদ্যপি বীরভূম ও মুর্শিদাবাদে রাজসাহী নামে একটা পরগণা দৃষ্ট হয়। রাজসাহী জমিদারী পরে নাটোরবংশের হন্তে আসায়, মুর্শিদাবাদে বড়নগরই উহাদের প্রধান স্থান হইয় উঠে । বড়নগর রাণী ভবানীর প্রিয় স্থান ছিল । তথায় উাহার দেহত্যাগ হয়। মুর্শিদাবাদ কাহিনীর বড় নগর প্রবন্ধ দ্রষ্টব্য।

  • এই লাল উপাধির জন্য কেহ কেহ তাহাকে কায়স্থ বলিতে চাহেন, কিন্তু তাহ সম্পূর্ণ ভ্রম। উদয় নারায়ণের শ্বশুর বংশ অদ্যাপি গণকরে বাস করিতেছেন। পরিশিষ্ট্রে তাহদেয় বংশ-পত্র প্রত্ত্বদ হইল।