পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 মুর্শিদাবাদের ইতিহাস। ১৮৫৬ খৃষ্টাকা হইতে অযোধ্য ব্রিটিশরাজ্যের একটা প্রধান প্রদেশ হইয়া উঠে । অযোধ্যার ম্যায়রোহিলখণ্ডও মোগল শাসনকৰ্ত্তার দ্বারা শাসিত হইত। বরেলী ও মোরাদাবাদ রোহিলখণ্ডের ইট রোছিল প্রধান স্থান ছিল। সম্রাট আরঙ্গজেবের মৃত্যুর পর উক্ত খও। প্রদেশের হিন্দুরাজগণ বিদ্রোহী হইয়া উঠিলে মোগলশাসনকৰ্ত্ত কনোজে পলাইয়া আসেন ৷ ১৭৩৫ খৃষ্টাব্দে সম্রাট মহম্মদ সাহ রোহিলখণ্ড অধিকার করিয়া মোরাদাবাদে শাসনকর্তা নিযুক্ত করেন। কিন্তু তাহার পরও হিন্দুরাজগণের প্রাচুর্ভাবের হ্রাস হয় নাই, এবং বরেলীপ্রভূতি স্থানে তাহাদের আধিপত্য পূর্ণ মাত্রায় বিদ্যমান ছিল। ঐ সকল হিন্দুরাজার অবশেষে পরস্পরের মধ্যে বিবাদ আরম্ভ করায় তাহাদের সর্বনাশের স্বত্রপাত হয়। ঐ সময়ে রোহিলখও প্রদেশে বহুসংখ্যক রোহিল্লা পাঠান বাস করিত। তাহাদের সর্দার আলি মহম্মদ সুযোগ পাইয়া বরেলী ও মোরাদাবাদের শাসনকৰ্ত্তাদিগকে পরাজিত করিয়া, সমস্ত রোহিলখণ্ড অধিকার করিয়া বসেন। পরে আলি মহম্মদ কমায়ুন প্রদেশ অধিকার করিলে, সম্রাট মহম্মদ সাহকর্তৃক পরাজিত ও বী হন । মালি মহম্মদ অবশেষে মুক্তিলাভ করেন। আমেদ আবদালীর ভারতাক্রমণের সময় আলি মহম্মদ আফগানদিগের সহিত যোগ দিয়া-রোহিলখণ্ড পুনৰ্ব্বার, হস্তগত করিবার চেষ্টা করিয়াছিলেন। র্তাহার মৃত্যুর পর হাফেজ রহমৎ রোহিল্লাদিগের সর্দার হন, এবং রোহিলখওে প্রভুত্ব স্থাপন করেন। অযোধ্যার মৰাৰ সক্ষর জঙ্গের সহিত হাফেজ রহমতের যুদ্ধ উপস্থিত হয়। হাফেজ সফদর , জঙ্গকে পরাজিত করিয়া অযোধ্যার কিয়দংশ