পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

VᎼᎽb~ মুর্শিদাবাদের ইতিহাস । জমিদারী লাভ করিয়া + নাটাের রাজবংশ এক বিস্তীর্ণ ভূভাগের অধীশ্বর হইয় উঠেন ও বাঙ্গালার জমীদারগণের মধ্যে শ্রেষ্ঠ আসন অধিকার করেন। তাহদের আদিপুরুষ রঘুনন্দনের এক মাত্র প্রতিভা ও কাৰ্য্যদক্ষত র্তাহাদের সেই সৌভাগ্যের মূল। এই নাটোর বংশ পরিশেষে এক প্রাতঃস্মরণীয়া মহিলার অজস্র সৎকীৰ্ত্তির জন্ত সমগ্র ভারতে পরিচিত হইয়াছিলেন। সেই মহিলার নাম মহারাণী ভবানী। ভবানী বাঙ্গলার আবালবৃদ্ধবনিতার নিকটে সাক্ষাং-দেবতাস্বরূপে পূজিত হইয়া থাকেন। প্রতি বৎসরের প্রথমে বৈশাখ মাসে পুণ্যাহ করিয়া নবাব দিল্লীতে রাজস্ব মুর্শিদকুলী খা জমীদার ও আমীনদিগের প্রেরণ । নিকট হইতে রাজস্ব আদায় করিতেন । জমীদারগণ আপনাদিগের দেয় রাজস্ব দেওয়ানী বিভাগের কৰ্ম্মচারিগণের নিকট দিতেন। পরে শেঠগণ বাদসাহের পোদ্দার হইলে তাহারা জমীদারদিগের নিকট হইতে সমস্ত টাকা কড়ি বুঝিয়া লইয়া খালসা বা রাজস্ব বিভাগের কৰ্ম্মচারীর নিকট জমা করিতেন। যে সমস্ত জমীদার তৎকালে রাজস্ব প্রদানে অক্ষম হইতেন, শেঠগণ র্তাহাদের পক্ষ হইতে টাকা জমা দিয়া পরে মুদসহ সেই সমস্ত টাকা আদায় করিয়া লইতেন। এই সকল রাজস্বের টাকা বাক্সবন্দী হইয়া দিল্লীতে উজীরের নিকট প্রেরিত হইত। দুই শত গো শকটে বোঝাই হইয়া তিন শত অশ্বারোহী ও পাঁচ শত পদাতিকের সহিত যাবতীয় খাজান মুর্শিদাবাদ হইতে রওনা হইয়া যাইত। তৎসঙ্গে খাজানাখানার দারোগীকেও থাকিতে

  • পলাশী প্রভৃতি প্রসিদ্ধ পরগণাও নাটোর রাজবংশের অধিকারে জাইসে ।