পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8o 8 মুর্শিদাবাদের ইতিহাস । সে সময়ে জিয়াউদ্দীন খাঁ হুগলীতে থাকায় তাহারা তাহার সহিত পরামর্শ করিতে প্রবৃত্ত হন । এই সময়ে ১৭১৩ খৃষ্টাব্দে জাহান্দর নিহত ও ফরথসের দিল্লীর সিংহাসনে উপবিষ্ট হইলে,কোম্পানী জিয়াউদ্দীনের পরামর্শক্রমে তাহাকে বাদসাহ স্বীকার করিয়া ১৯ মোহর ও উজীর প্রভৃতিকে ৮ মোহর নজর পাঠাইয়া দেন এবং বাদসাহকে মুর্শিদকুলীর ব্যবহার জানাইয় তাহার নিকট হইতে বিনা শুল্কে বাণিজ্যের প্রার্থনা করেন। কিন্তু বাদসাহদরবার হইতে কোন রূপ আশাজনক উত্তর শীঘ্ৰ পহুছে নাই। এদিকে হুগলীর ফৌজদার মীর নাসিরের আদেশে শিবপ্রসাদ ক্রোরী আমীরাবাদ পরগণার অন্তর্গত সুতানুটি ও কলিকাতার এবং লক্ষ্মীনারায়ণ ক্রোরী পাইকান পরগণার অন্তর্গত গোবিন্দপুরের খাজানার জন্ত কোম্পানীকে পীড়াপীড়ি আরম্ভ করেন। ফরথ সেরের সহিত গোলযোগের সময় হেজেস কাশমবাজার পরিত্যাগ করায় এবং বাণিজ্যের সনন্দের জন্ত কোম্পানী নবাবের নিকট অগ্রসর না হওয়ায়, মুর্শিদকুলী খা ইংরাজদিগের প্রতি যৎপরোনাস্তি অসন্তুষ্ট হন। ফরখ সেরের সিংহাসনে আরোহণের পর তিনি সুবেদারী ও দেওয়ানী পদ লাভ করিয়া লহরীমালকে হুগলীর শুল্ক বিভাগের কৰ্ম্মচারী করিয়া পাঠান ও র্তাহার প্রতি কোম্পানীর উপর দৃষ্টি রাখিবার আদেশ দেওয়া হয়। লহরীমাল ইংরাজদিগের দস্তক অগ্রাহ্য করিয়া হুগলীতে র্তাহাদের ক্রয়বিক্রয় বন্ধ করিয়া দেন। * হেজেস ও উইলিয়ম্সন তাহাকে নিরস্ত করার জন্ত প্রেরিত হন, এবং তিনি ক্ষান্ত না হইলে কোম্পানীও সরকারী নৌকা আটক করিবেন e Wilson's Annals Vol. Ii.