পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায়। 8o (t বলিয়া প্রকাশ করেন। এইরূপে চারিদিকে গোলযোগ উপস্থিত হওয়ায়, কোম্পানী দিল্লী-দরবারে দূত প্রেরণ করিয়া তথা হইতে সনন্দপ্রাপ্তির ইচ্ছা করেন। কিন্তু তাহাতে অনেক বিলম্ব হওয়ার সম্ভাবনা থাকায়, আপাততঃ যাহাতে র্তাহীদের বাণিজ্যের কোন রূপ বিঘ্ন না ঘটে, তজ্জন্ত র্তাহারা অন্ত কোন উপায় স্থির করিতে প্রবৃত্ত হইলেন। তাহাদের শুভানুধ্যায়ী বন্ধু প্রসিদ্ধ আমেনীয় সওদাগর খোজা সরহদের চেষ্টায় তাহারা কতকটা কৃতকাৰ্য্য হইতে সক্ষম হইয়াছিলেন। সরহাদ তাহার পরিচিত আজিম ওশ্বানের কৰ্ম্মচারী খোজা মানুস বা নজর খার দ্বারা বাদসাহদরবার হইতে দুই খানি হজবলহুকুম বাহির করান, তাহার এক খানিতে কোম্পানী বাদসাহের জন্য যে উপহার পাঠাইতেছেন তাহ নির্বিঘ্নে উপনীত হওয়ার জন্ত সুবেদারগণের প্রতি আদেশ ও অপর খানিতে যত দিন কোম্পানী ফাৰ্ম্মান প্রাপ্ত না হন, তত দিন বাদসাহ আরঙ্গ জেবের সময়ের দ্যায় ইংরাজদিগকে বাণিজ্য করার আদেশ লিখিত থাকে। ১৭১৪ খৃষ্টাব্দের ৪ঠা জানুয়ারী মুর্শিদকুলী খার প্রতি প্রদত্ত হজবলহুকুম কলিকাতায় উপস্থিত হইলে, ইংরাজের তাহার সম্মানার্থে তোপধ্বনি করেন। ইহার পূৰ্ব্বে ডিসেম্বর মাসে রসেল কাৰ্য্যভার পরিত্যাগ করায় হেজেস তাহার স্থানে প্রেসিডেন্ট মনোনীত হইয়াছিলেন। তাহার পর উক্ত হজবলহুকুমের নকলে কাজীর দস্তখত করাইয়া উকীল রামর্চাদের দ্বারা দেওয়ানের দৃষ্টি আকর্ষণের জন্য কাশীমবাজারে প্রেরণ করা হয়। * এ দিকে স্থানীয় কৰ্ম্মচারিগণকেও শাস্ত করার প্রয়োজন হওয়ায় লহরীমাল প্রভৃতিকেও উপহার

  • Wilson's Annals Vol. II.