পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बर्छ अथIाग्न । 8o R এডওয়ার্ড এজ তাহার দ্বিতীয় সহকারী নিযুক্ত হন। ফাকু কাশীমবাজারে উপস্থিত হইয়া মুর্শিদকুলী খাঁর সহিত সাক্ষাৎ করিয়া কোম্পানীর বাণিজ্যপরিচালন ও মুর্শিদাবাদ টাকশালে মুদ্র মুদ্রিত করার প্রার্থনা করেন। জাফর র্থ প্রথমে সন্মত হন, পরে বলেন যে, যত দিন বাদসাহের ফাৰ্ম্মান আগত না হয়, ততদিন তিনি টাকশালে মুদ্র মুদ্রিত করার জন্ত মৌখিক আদেশ প্রদান করিতে পারেন। বাণিজ্যবিষয়ে বিশেষ কোন বিঘ্ন হইবে না প্রকাশ করিলেও শুল্ক বিভাগের কৰ্ম্মচারিগণ কাণীমবাজারের ব্যবসায়ীদিগের উপর পিয়াদ মহশীল দিতেও ক্রটি করেন নাই। এইরূপে কুলী থাকে কিছুতেই নিরস্ত করিতে না পারিয়া ফাঁক্‌ সাহেবের পরামর্শ ক্রমে কাউন্সিল ১৭১৬ খৃষ্টাব্দের এপ্রেল মাসে নবাব জাফর খাঁ ও দেওয়ান প্রভৃতিকে ২৫ হাজার টাকা * দিয়া সন্তুষ্ট করিতে চেষ্টা করেন। তাহার পর জাফর খা কোম্পানীর সহিত মিত্র ব্যবহার করিয়াছিলেন। কিন্তু তিনি কখনও কোম্পানীর প্রতি সন্তুষ্ট হইতে পারেন নাই। কোম্পানীর অসদ্ব্যবহার যে ইহার কতকটা কারণ, সে বিষয়ে সন্দেহ নাই। জাফর খাঁ আবার বলিয়া বসেন যে, বাদসাহের হুকুম না পাইলে কোম্পানী টাঁকশালে টাকা

  • কোম্পানীর কাগজপত্রে উক্ত ২৫ হাজারের মধ্যে কাহাকে কত দওয়ার প্রস্তাব হইয়াছিল তাহ। এইরূপ লিখিত আছে,—

নবাব জাফর খ্ৰী * * * 3 4000 দেওয়ান এক্রাম খাঁ ... (#000 রঘুনন্দন প্রভৃতি মুৎসুদী .. (tood శిdo00 Wilson's Ammals Vol II.