পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 obr মুর্শিদাবাদের ইতিহাস । মুদ্রিত করিয়া লইতে পরিবেন না এবং শুল্ক বিভাগের কৰ্ম্মচারী রঘু নন্দন কাশীমবাজারের ব্যবসায়ীদিগের প্রতি পিয়াদ মহশীল দিতে আরম্ভ করেন । ফাৰ্ম্মান না আসা পর্য্যন্ত কোম্পানীর বাণিজ্য বিষয়ে এইরূপ গোলযোগ চলিতে লাগিল। কোম্পানীর বাণিজ্যবিষয়ে যখন নানা রূপ অসুবিধা ঘটতেनििष्टीएङ झूठ ছিল, তখন র্তাহারা অনন্তোপায় হইয়৷ প্রেরণ । ডিরেক্টরগণের আদেশক্রমে দিল্লীতে দূত প্রেরণ করিতে কৃতসংকল্প হইলেন। এই দৌত্যব্যাপারে জন্‌ সৰ্ম্মান প্রধান ও তাহার সাহায্যের জন্য জন প্রাট ও এডওয়ার্ড · ষ্টীফেনসন সহকারী নিযুক্ত হন। ডাক্তার হামিণ্টন ও খোজা সরহদও র্তাহাদের সহিত গমন করিতে আদিষ্ট হইয়াছিলেন। খোজ৷ সরহদ যদিও কখন দিল্লীর দরবারে উপস্থিত ছিলেন না, তথাপি র্তাহার স্বজাতীয় ব্যবসায়িগণের নিকট হইতে তিনি দরবারের অনেক বিষয়ের অভিজ্ঞতা লাভ করিয়াছিলেন। কোম্পানীর কৰ্ম্মচারিবর্গ দরবারের বিষয়ে সম্পূর্ণ অনভিজ্ঞ থাকায়, কাউন্সিল সরহদকে দ্বৈভাষিকের পদে নিযুক্ত করিয়া পাঠাইতে বাধ্য হন এবং তাহারই উপর সমস্ত বিষয় নির্ভর করিতে হইয়াছিল । * সৰ্ম্মান তৎকালে পাটনায় ছিলেন। সরহদ ১৭১৪ খৃঃ অব্দের মধ্যভাগে- জলপথে কলিকাতা হইতে যাত্রা করিয়া ১৭১৫ খৃঃ অব্দের প্রথমে পাটনায় উপস্থিত হন। পরে তথা হইতে সৰ্ম্মানকে সঙ্গে লইয়া উক্ত অব্দের এপ্রেল মাসে দিল্লী যাত্রা করেন । র্তাহারা বাদসাহের

  • ইয়ার্ট সাহেব বলেন যে, খোজা সরহদ আপনার অনেক মালপত্র বিনা শুকে লইয়। বইতে পারবেন বলির দিল্লীগমনে शैङ्कङ হইয়াছিলেন ।