পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शर्छ অধ্যায় । 86 సె উপহারের জন্য নানা প্রকার মনোরম কাচের বাসন, ঘড়ী ও সুন্দর সুন্দর পশমী ও রেশমী বস্ত্র প্রভৃতি ৩ লক্ষ টাকা মূল্যের দ্রব্য লইয়া দরবারে উপস্থিত হওয়ার জন্য অগ্রসর হন। সরহদ তাহাকে ১০ লক্ষ টাকার দ্রব্য বলিয়া রটনা করিয়াছিলেন । তাহার মে মাসে এলাহাবাদে ও জুন মাসে আগরায় পহুছিয়া ৮ই জুলাই তারিখে দিল্লী প্রবেশ করেন। র্তাহারা পূৰ্ব্ব হইতে দরবারে সংবাদ পাঠাইলে, ভিন্ন ভিন্ন সুবার নাজিমগণ র্তাহাদিগকে নিৰ্ব্বিঘ্নে পহুছিয়া দেওয়ার জন্ত আদিষ্ট হইয়াছিলেন। দূতগণ দিল্লীতে উপস্থিত হইয়া দরবারের কোন কৰ্ম্মচারীর দ্বারা আপনাদিগের কাৰ্য্যোদ্ধার করিতে পারেন, তাহাই বিবেচনা করিতে লাগিলেন। সৈয়দ ভ্রাতদ্বয় উজীর আবদুল্লা বা আমীর উল্‌ ওমর হোসেন আলির প্রতি র্তাহারা নির্ভর করিতে সাহসী হইলেন না । কারণ, বাদসাহ সৈয়দদিগের চেষ্টায় সিংহাসন লাভ করিলেও মনে মনে র্ত্যহাদের প্রতি সন্তুষ্ট ছিলেন না। তাহার বক্সী খোজা হাসেন বা খাঁ কুরানকে আপনাদের সাহায্যের জন্য অনুরোধ করেন। হাসেন বাঙ্গলা হইতে ফরখ সেরের অনুগমন ক রয়াছিলেন, এবং তাহার অত্যন্ত প্রিয়পাত্র ছিলেন। বাদসহ অনেক বিষয়ে তাহার উপদেশ গ্রহণ করিতেন। খা জুরান ইংরাজদিগের সাহায্য করিতে স্বীকৃত হইলেন। এই সময়ে নবাব মুর্শিদকুলী খাও কোম্পানীর দূতপ্রেরণে অত্যন্ত অসন্তুষ্ট হইয়া যাহাতে র্তাহারা ফাৰ্ম্মান পাইতে না পারেন, তজন্ত দরবারে অশেষবিধ চেষ্টা করিতে প্রবৃত্ত হন, তজ্জন্ত ইংরাজ দুতদিগকে অত্যন্ত গোলযোগে পড়িতে হয়। সহসা একটা দৈব ঘটনায় উহাদের কাৰ্য্যোদ্ধারের সুযোগ উপস্থিত হইল। ১৭১৫ খৃঃ অব্দের শেষ ভাগে মাড়বাররাজ অজিত সিংহের ●