পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8X e মুর্শিদাবাদের ইতিহাস । কন্যার সহিত ফরখ সেরের বিবাহ সংঘটন হওয়া স্থির হয়। কিন্তু বাদসহ একটী ব্রণে কাতর হইয়া পড়ায় বিবাহের বিলম্ব ঘটে । র্তাহার হাকিমগণের চিকিৎসায় যখন কোন ফললাভ হইল না, তখন বাদসাহ খা ফুরানের পরামর্শক্রমে কোম্পানীর ডাক্তার হামিণ্টনের দ্বারা চিকিৎসিত হইতে সম্মত হন। হামিণ্টন অস্ত্রচিকিৎসায় বাদসাহকে আরোগ্য করিলে, তিনি তাহাকে খেলাত, কলী, হীরক অঙ্গুরীয়, হস্তী, অশ্ব ও ৫ হাজার টাকা পুরস্কার প্রদান করেন। খোজা সরহদও খেলাত ও হস্তী পুরস্কার প্রাপ্ত হন। পুরস্কারপ্রদানের পর বাদসাহ হামিণ্টনকে তাহার অন্ত কিছু প্রার্থনা আছে কিনা জিজ্ঞাসা করিলে, স্বজাতিবৎসল হামিপ্টন নিজের জন্য কোন বিষয়ের প্রার্থনা না করিয়া কোম্পানীর আবেদনের বিষয় বাদসাহকে বিবেচনা করিতে বলেন। বাদসাহ তাহার স্বজাতিপ্রীতিতে সন্তুষ্ট হইয়া বিবাহের পর সে বিষয়ে বিশেষ রূপ বিবেচনা করিবেন বলিয়া আপনার মত প্রকাশ করেন । তাহার পর অতি সমারোহের সহিত বিবাহব্যাপার সংসাধিত लब्रयांtज़ ¢कांग्लंiांनौब्र হইলে, ইংরাজ দূতগণ ১৭১৬ খৃঃउमttदलन ७ ॐiझांप्लब्र ষ্টাব্দের জানুয়ারি মাসে দরবারে আপফাৰ্ম্মানপ্রাপ্তি । নাদিগের আবেদন উপস্থিত করেন। মাত্রাজ ও বোম্বাই সম্বন্ধে নানা প্রকার প্রার্থনা করিয়া বাঙ্গাল সম্বন্ধে এইরূপ আবেদন করা হয়। (১) কলিকাতার অধ্যক্ষের স্বাক্ষরিত দস্তক বা ছাড়-পত্ৰ দেখিলে বাঙ্গালার সরকারী কৰ্ম্মচারিগণ কোন প্রকার ছল ধরিয়া উক্ত পত্রে উল্লিখিত দ্রব্যাদি আটক বা পরীক্ষা করিতে পারিবেন না । ( ২ ) মুর্শিদাবাদ টাকশালের কৰ্ম্মচারিবর্গ প্রয়োজনানুসারে সপ্তাহে তিন দিবস