পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శ్రేణి 8'): মুর্শিদাবাদের ইতিহাস। খোজা সরহদের প্রতিও তাহদের সন্দেহ জন্মে। যাহা হউক, ইংরাজ দূতগণ অবশেষে সেই সনন্দ প্রত্যপণ করিতে বাধ্য হইলেন, এবং যত দিন পর্যন্ত তাহাতে বাসাহের মোহর অঙ্কিত না হয়, তত দিন পর্যন্ত অপেক্ষা করিতে লাগিলেন। বাঙ্গালার নবাবের প্রতিনিধিগণও সেই সময়ে নানা প্রকার বাধা প্রদান করিতে আরম্ভ করেন। এইরূপে গোলযোগে পড়িয়া কোম্পানীর দূতগণকে আরও চোঁদ মাস দিল্লীতে অপেক্ষা করিতে হয়। অবশেষে তাহারা বাদসাহের প্রিয়পাত্র অন্তঃপুর-রক্ষক জনৈক খোজাকে উৎকোচ প্রদান করিয়া তাহার দ্বারা কার্য্যোদ্ধার করেন এবং উজীর ও অন্তান্ত কৰ্ম্মচারীকে সন্তুষ্ট করিয়া ১৭১৭ খৃঃ অব্দের এপ্রেল মাসে বাদসাহের মোহরযুক্ত ফাৰ্ম্মান প্রাপ্ত হন । * দূতগণ ৩৪ খানি আদেশ-পত্র গ্রহণ করিয়া জুন মাসে দিল্লী পরিত্যাগ করেন। যে সময় ইংরাজ দূতগণ বাদসাহের মোহরযুক্ত ফাৰ্ম্মান প্রাপ্ত কৰ্ম্মানপ্রাপ্তির পর হইয়াছিলেন তাহার সংবাদ কলিকাতায় কোম্পানী ও নবাব। পহছিলে ১৭১৭ খৃঃ অব্দের মে মাসে কোম্পনীর কৰ্ম্মচারিবর্গ আনন্দভোজ, তোপধ্বনি ও আতসবাজীতে কলিকাতা নগরীতে এক অভিনব দৃষ্ঠের অবতারণা করিয়াছিলেন। • ইংরাজ ঐতিহাসিকগণ বলিয়া থাকেন যে, মোগল কৰ্ম্মচারিগণ কোম্পানীর প্রতি শুদ্ধবৃদ্ধির অত্যাচার করায়, বোম্বাই অধক্ষের আদেশে স্বরাটের কুঠ উঠিয়া যায়, এবং সেই সময়ে ইংলণ্ড হইতে কয়েক খানি যুদ্ধ জাহাঙ্গ উপস্থিত হওয়ায়, গুজরাটের শাসনকৰ্ত্ত। উক্ত খোজাকে এইরূপ লিখির পাঠান যে, কোম্পানীর প্রার্থনা মঞ্জুর না করিলে ভবিষ্যতে অত্যন্ত বিপদ ঘটিবার সম্ভাবন এবং উজীর ও বাদসহিকে তাছা বুঝাইয়া দিতে বলেন । সেই জন্য কোম্পানীর দূতগণ সত্বর ফার্মান প্রাপ্ত হইয়াছিলেন। খাঁ দুরানের একজন কর্মচারীর নিকট হইতে দূতগণ নাকি এই সংবাদ পাইয়াছিলেন । f Wilson's Annals Volt II.