পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8? 8 মুর্শিদাবাদের ইতিহাস। বা রপ্তানী হইতে পারে তাহাদেরই সম্বন্ধে আদেশ দিলেন। কারণ, ফাৰ্ম্মানে তাহাই লিখিত ছিল বলিয়া তিনি প্রকাশ করেন। কিন্তু অন্তর্বাণিজ্যসম্বন্ধে ইংরাজেরা শুল্কের হস্ত হইতে নিস্কৃতি পাইলেন না। ইতিপূৰ্ব্বে লবণ, তামাক, মুপারি প্রভৃতির অন্তর্বাণিজ্যে কোম্পানীর যে লাভ হইতেছিল, এক্ষণে তাহারও ক্ষতি হইতে আরম্ভ হইল। নবাব বুঝিয়াছিলেন যে, ইংরাজদিগকে বিনা শুল্কে অন্তর্বাণিজ্যের আদেশ দিলে তাহারা ক্রমে ক্রমে সমস্ত বিষয়ের একচেটিয়া ব্যবসায় আরম্ভ করিবেন। তাহাতে অন্তান্ত ব্যবসায়ী ও সরকারের যথেষ্ট ক্ষতি হইবার সম্ভাবনা । বাদসাহের নিকট হইতে ফাৰ্ম্মান লাভ করিয়াও যখন কোম্পানী নবাবের নিকট হইতে সমস্ত বিষয়ের অধিকার লাভে সক্ষম হইলেন না, তখন অগত্যা তাহারা তাহাতেই সন্মত হইয়া উৎসাহের সহিত বাণিজ্যকর্য্যে মনোযোগ প্রদান করিলেন এবং তদ্বারাই দিন দিন তাহাদের উন্নতি হইতে লাগিল। এই সময়ে ১৭১৭ খৃঃ অব্দের ডিসেম্বর মাসে রবার্ট হেজেসের মৃত্যু হইলে, ফীকৃ তাহার স্থানে প্রেসিডেন্ট মনোনীত হন ও এডওয়ার্ড পেজ কাশীমবাজার কুঠার অধ্যক্ষত গ্রহণ করেন। কোম্পানী নবাবের সহিত বাদামুবাদ পরিত্যাগ করিয়া তিনি কোম্পানীর বাণিজ্যের যেরূপ অধিকার প্রদান করিতে ইচ্ছ উন্নতি ও কলিকাতার করিলেন তাহাতেই সন্মত হওয়ায়, শ্ৰীবৃদ্ধি। বাঙ্গলার বাণিজ্যব্যাপারে তাহারাই সৰ্ব্বপ্রধান হইয়া উঠিলেন। কোম্পানীর অনুমতি লইয়া অন্তান্ত ইংরাজ বণিক এবং পটুগীজ, আৰ্ম্মেনীয়, মোগল ও হিন্দু ব্যবসায়িগণ দলে দলে কলিকাতায় আসিয়া উপস্থিত হইতে লাগিলেন এবং ইংরাজ নিশানের সাহায্যে নিৰ্ব্বিয়ে আপনাদিগের ব্যবসায় পরিচালনে