পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Ꮌb~ মুর্শিদাবাদের ইতিহাস। । সম্রাট মহম্মদ সাহের নিকট হইতে সুবেদারী ও দেওয়ানী পদ মুর্শিদকুলীর চাকলা- পুনঃপ্রাপ্ত হইয়া নবাব মুর্শিদকুলী খাঁ আপনার বিভাগের স্বচন । প্রিয় কাৰ্য্য জমীদারীবন্দোবস্তে পুনৰ্ব্বার মনোনিবেশ করিলেন। এবার তিনি স্থায়িরপে বন্দোবস্ত করিতে প্রবৃত্ত হন। যদিও তাহার বন্দোবস্ত মধ্যে মধ্যে সংশোধিত হইয়াছিল, তথাপি নবাব মীর কাসেমের সময় পৰ্য্যন্ত তাহ একরূপ সমভাবেই প্রচলিত ছিল। তিনি জমীদারী বন্দোবস্তের পূৰ্ব্বে প্রথমতঃ বাঙ্গলার প্রদেশবিভাগে প্রবৃত্ত হন। পূৰ্ব্বে উক্ত হইয়াছে যে, ১৫৮২ খৃঃ অব্দে রাজা তোড়রমল্ল বঙ্গদেশকে কতকগুলি সরকার ও পরগণায় বিভক্ত করিয়া তাহার রাজস্ব বন্দোবস্ত করিয়াছিলেন। সামুজার সময়ে বাঙ্গলার উত্তর-পূৰ্ব্ব প্রান্তস্থিত কতক ভূভাগ বঙ্গ রাজ্যের অন্তর্ভূত হওয়ায় এবং উড়িষ্যা হইতে কতক ভূমি খারিজ করিয়া, টাকশাল প্রভৃতির আয় লইয়া ও তোড়রমল্লের নির্দিষ্ট জমার বৃদ্ধি করিয়া সুজা বঙ্গরাজ্যের আয় বৃদ্ধি ও তাহার অতিরিক্ত কয়েক পরগণা ও সরকারের গঠন করেন। নবাব মুর্শিদকুলী খ সরকার বিভাগ অপেক্ষা আরও বৃহত্তর বিভাগের প্রয়োজন বোধ করিয়া সমস্ত বঙ্গরাজ্যকে ত্রয়োদশ প্রদেশে বিভাগ করিয়াছিলেন। এই ত্রয়োদশ বিভাগ ১৩ চাকলা নামে অভিহিত হয়। চাকলা বিভাগ মুর্শিদকুলীর জমীদারীবান্দাবস্তের পূর্বস্বচনা। সেই জন্ত আমরা চাকলাবিভাগের বিস্তৃত বিবরণ প্রদান করিতেছি। দুই একটা সরকার লইয়া চাকলা বিভাগ হওয়ায়, পূৰ্ব্বে বঙ্গরাজ্য কি রূপ ভাবে সরকারে বিভক্ত ছিল তাহ বুঝিতে না পারিলে, চাকলা বিভাগ বুঝা দুষ্কর হইবে বিবেচনায়, আমরা সাধারণের বোধসৌকর্য্যার্থে সরকারবিভাগ নির্দেশ করিয়া, পরে চাকলা বিভাগের বিবরণ