পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম অধ্যায় । 8Sసి প্রদান করিতেছি। প্রথমতঃ তোড়রমল্লের, পরে সামুজার বন্দোবস্তের কথা বলা যাইতেছে। মোগলকেশরী আকবর বাদসাহ কর্তৃক বঙ্গরাজ্য আফগানগণের হস্ত হইতে বিচ্ছিন্ন হইয়া মোগল সম্রাজ্য- রাজা তোড়রমল্লের ভূক্ত হইলে রাজা তোড়রমল্ল তাহার রাজস্ব বন্দোবস্ত । বন্দোবস্তে নিযুক্ত হন। তোড়রমল্ল ১৫৮২ খৃঃ অব্দে সমস্ত বাঙ্গলার ভূমির বিবরণ ও পরিমাণ যথাসাধ্য জ্ঞাত হইয়া, তাহাকে কতকগুলি বিভাগে বিভক্ত করিতে ইচ্ছ করেন। র্তাহার বৃহত্তর বিভাগগুলি সরকার ও ক্ষুদ্রতর বিভাগগুলি পরগণা বা মহাল নামে অভিহিত হয়। কতকগুলি মোজা বা গ্রাম লইয়া পরগণার স্বষ্টি ও কতকগুলি পরগণা লইয়া সরকার গঠিত হয়। এইরূপে সমস্ত বঙ্গরাজ্যকে তোড়রমল্ল ১৯ সরকার ও ৬৮২ পরগণায় বিভাগ করিয়াছিলেন। বঙ্গরাজ্যের ভূমি সাধারণতঃ খালসা ও জায়গীর নামে অভিহিত হইত। যে সমস্ত জমীর আয় রাজকোষে আসিত তাহা খালসা ও যাহার আয় কৰ্ম্মচারিগণের ব্যয়নিৰ্ব্বাহের জন্ত প্রয়োজন হইত তাহাকে জায়গীর ভূমি বলিত। তোড়রমল্প খালসা ভূমির ৬৩, ৪৪, ২৬০ টাকা ও জায়গীর ভূমির ৪৩, ৪৮, ৮৯২ টাকা মোট ১, ০৬, ৯৩, ২৬০ টাকা বঙ্গরাজ্যের জমা নির্দেশ করেন। তাহার জমাবন্দোবস্তের যে কাগজ প্রস্তুত হইয়াছিল তাহাকে “আসল জমা তুমার কহে। আমরা রাজ কর্তৃক বিভক্ত সরকার গুলির অবস্থান ও তাহদের পরগণার সংখ্যা ও খালসা ভূমির জমার উল্লেখ করিয়া পরে জায়গীর জমীর বিবরণ প্রদান করিতেছি।