পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম অধ্যায় । 83 Տ সরকার জেন্নেতাবাদের দক্ষিণ হইতে গঙ্গা বা পদ্মার উভয় তীর ব্যাপিয়া লস্করপুর বা পুটিয়া জমীদারী পৰ্য্যন্ত Wون সরকার বাৰ্ব্বাকাবাদের সীমা বিস্তৃত ছিল। বাৰ্ব্বাক্ষাবাদ । বাৰ্ব্বাকাবাদের পরগণার সংখ্যা ৩৮ ও ৪,৩৬,২৮৮ টাকা তাহার জমা নির্দিষ্ট হয়। বাৰ্ব্বাক্যবাদ হইতে পুৰ্ব্ব মুখে ব্ৰহ্মপুত্র অতিক্রম করিয়া শীলহাট বা শ্ৰীহট্টের সীমা পর্য্যন্ত ও দক্ষিণে ঢাকা 속 বা জাহাঙ্গীরনগরকে অন্তভুক্ত করিয়া সর- বাজুয়া । কার বাজুয়া বিস্তৃত ছিল। বাজুয়া ৩২ পরগণায় বিভক্ত ও ৯,৮৭, ৯২১ টাকা তাহার জমা ধাৰ্য্য হয়। বাৰ্ব্বাকাবাদের সংলগ্ন ও স্বৰ্ম্মানদীর দক্ষিণ বাঙ্গলার পূর্ব সীমার শেষ পর্য্যন্ত কাছাড়ের প্রান্তলগ্ন o ভূভাগ সরকার শীলহাট নামে অভিহিত শীলহাট । হইত। উক্ত সরকারে ৮ পরগণা ও ১,৬৭,০৪০ টাকা জমা বন্দোবস্ত হয়। - সাধারণতঃ মেঘনার পূর্ব তীর ব্যাপিয়া শীলহাটের দক্ষিণ ও ত্রিপুরার পশ্চিম সরকার সোনার গ অবস্থিত షి ছিল। সোনার গ৷ ৫২ পরগণায় বিভক্ত হয় । সোনার গী। তাহার জমার পরিমাণ ২,৫৮,২৮৩ টাকা । মেঘনার পূৰ্ব্বতীরে সরকার সোনার গার দক্ষিণ হইতে সমুদ্র উপকূল পৰ্য্যন্ত ও সনদ্বীপ দক্ষিণ সাহবাজপুর \o প্রভৃতি দ্বীপশ্রেণী লইয়া সরকার ফতেয়াবাদ ফতেয়াবাদ । গঠিত হইয়াছিল। ফতেয়াবাদে ৩১ পরগণা ও ১,৯৯,২৩৯ টাকা अभ छूटे झ्छ ।