পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম অধ্যায় । 8、Q。 আয়কে স্বতন্ত্র ভূসম্পত্তির স্তায় গণা করিয়া তাহাকে ৩৬১ পরগণা বা মহালে বিভাগ করেন । * সুতরাং সুলতান সুজার সময়ে বঙ্গরাজ্য অতিরিক্ত ১৫ সরকার ও ৬৬৮ পরগণায় বিভক্ত হইয়া ২৪,২২,৭৫৫ টাকা তাহার জমা বৃদ্ধি হইয়াছিল। তাহা হইলে সুলতান মুজার সময়ে সমস্ত বঙ্গরাজ্য ৩৪ সরকার ও ১৩৫০ পরগণায় বিভক্ত ও তাহার জমা ১,৩১,১৫,৯০৭ টাকা নির্দিষ্ট হইয়াছিল। আমরা নিম্নে সেই অতিরিক্ত ১৫ সরকারের বিবরণ প্রদান করিতেছি । তমলুক ও আরও ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকট পরগণা লইয়া কিসমৎ গোয়ালপাড়ার স্বষ্টি হয়। গোয়ালপাড়া একটী くQ সম্পূর্ণ সরকার ছিল না, তাহ সরকারের গোয়ালপাড় । কতকাংশ মাত্র, কিন্তু উহা একটী স্বতন্ত্র বিভাগ হয়! গোয়ালপাড়ায় ৩ট মাত্র পরগণা ও তাহার ১,১৪,৬০৯ টাকা জমা ছিল । গোয়ালপাড়ার . হ্যায় মালজেঠিয়াও একটী সরকারের কতকাংশ হওয়ায় তাহাও কিসমৎ মালজেঠিয়া る。 নামে অভিহিত হয়। মালজেঠিয়ার মধ্যে মালজেঠিয়া । নিমকমহালসমৃেত হিজলী, জালামুঠ, দরোহমান, মহিষাদল প্রভৃতি পরগণা ছিল। পরগণার সংখ্যা ১৭, জমা ১,৮৯,৪৩২ টাকা ।

  • রাজা তোড়রমপ্লের সরকার ও পরগণা বিভাগ যেরূপ অনেক পরিমাণে ভৌগলিক অবস্থানের উপর নির্ভর করিয়াছিল, সামুজার সরকার ও পরগণা বিভাগ কতকট। সেইরূপ হইলেও, তিনি কতকগুলি নুতন ও বন্ধিত স্বায়কে স্বতন্ত্র ভূসম্পত্তির ন্যায় গণ্য করিয়া তাহাদিগকে সরকার ও পরগণ আখ্য প্রদান করেন । এই জন্য টাকশাল প্রভূতি সরকার অtখ্য। প্রাপ্ত ও তাঁহার সময়ের বর্জিত জমা প্রভৃতি পরগণায় বিভক্ত হয়।