পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম অধ্যায় । 8:ፃ সরকার কোচবিহারের অন্তর্নিবিষ্ট ছিল। কোচবিহাররাজ নারায়ণবংশীয়দিগের হস্ত হইতে বিচ্ছিন্ন করিয়া এই অংশ মোগল সাম্রাজ্যভূক্ত করা হইয়াছিল। সরকার কোচবিহারে ২৪৬ পরগণা ও ৩,২৭,৭৯৪ টাকা জমা নির্দিষ্ট হয়। বাহিরবন্দ ও ভিতরবন্দ এই দুই প্রসিদ্ধ পরগণা লইয়া সরকার বাঙ্গালভূম গঠিত হইয়াছিল। রঙ্গপুর ও ব্রহ্ম পুত্রের মধ্যে সরকার বাঙ্গালভূম অবস্থিত হয়। বাঙ্গালহুম। পরগণা বাহিরবন্ধ ও ভিতরবন্দ পূৰ্ব্বে কোচবিহার রাজ্যের অন্তর্গত ছিল। উক্ত দুই পরগণা অদ্যপি প্রায় সেই আকারেই বিদ্যমান আছে । ২ পরগণায় ১,৩৭,৭২৮ টাকা জমা বন্দোবস্ত হয় । সাধারণতঃ ব্রহ্মপুত্রের পূৰ্ব্বতীরে কড়াইবাড়ী প্রভৃতি পরগণাকে অন্তভূক্ত করিয়া সরকার দক্ষিণকোল অব- ২৮ স্থিত ছিল । সরকার দক্ষিণকোলে ৩টা মাত্র দক্ষিণকেলি । পরগণা ও ২৭, ৮২১ টাকা জমা ধাৰ্য্য হইতে দেখা যায়। দক্ষিণকোলের স্তায় সরকার ধুবড়ী সাধারণতঃ ব্রহ্মপুত্রের পূৰ্ব্বতীরে বিস্তৃত ছিল। সরকার ধুবড়ী আসামের 을 প্রান্তসীমা গোয়ালপাড়ার নিকট পর্য্যন্ত ব্যাপ্ত ধুবড়ী । হয়। ধুবড়ীতে ২টা মাত্র পরগণা ও ৬,১২৬ টাকা মাত্র জমা নির্দিষ্ট হইয়াছিল। সরকার বাঙ্গালভূমের উত্তর, ব্ৰহ্মপুত্রনদের পশ্চিম ও উত্তর তীরে ভুটান রাজ্যের পাদদেশে আসামের vరిo প্রান্তসীমাস্থিত কুন্তাঘাট পৰ্য্যন্ত সরকার উত্তরকোল বা কামরূপ । উত্তরকোল বা কামরূপ অবস্থিত ছিল। সরকার কামরূপ পরে রাঙ্গামাট প্রদেশ নামে অভিহিত হয়। ইহাতে ৩টা মাত্র