পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম অধ্যায় । 8 Rసె সময়ে বিহাররাজবংশের ধ্বংস হইলে, এই সমস্ত রাজা কিয়ৎপরিমাণে স্বাতন্ত্র্য অবলম্বন করেন। পরে ক্রমে র্তাহার মোগলের বহুত স্বীকার করায়, মোগল সম্রাটুকে বার্ষিক কিছু কিছু নির্দিষ্ট নজর প্রদান করিতেন। সেই আয় সরকার পেস্কস নামে অভিহিত হইয়া ৫ পরগণা বা মহালে বিভক্ত হয়। পেস্কস, মতাল হইতে ৫৯,১৪৬ টাকা আদায় হইত। পেস্কস, ব্যতীত টাঁকশালকে একটা স্বতন্ত্র সরকাররূপে গণ্য করা হইয়াছিল । বাদসাহ সাজাহানের ○8 রাজত্বকালে ও সুলতান মুজার সুবেদারী দার-উল-জাববী সময়ে রাজমহল ও ঢাকা উভয় স্থানে * कब्यूँोळा । রাজধানী থাকায়, সেই সেই স্থানে টাকশাল স্থাপিত ছিল। সেই টাকশালকে ২ মহাল বা পরগণারূপে গঠিত করিয়া তাহা হইতে প্রাপ্ত ৩,২১,৩২২ টাকা আয়কে জমাস্বরূপ নির্দিষ্ট করা হয় । উপরোক্ত ১৫ সরকার সুলতান সুজা ৩০৭ পরগণায় বিভাগ করিয়া ১৪,৩৫,৫৯৩ টাকা জমা বন্দোবস্ত তোড়রমলের নিদিষ্ট করেন। তদ্ব্যতীত ১৫৮২ খৃঃ অব্দে রাজা জমার বৃদ্ধি । তোড়রমল্ল বাঙ্গলার যে জমা নির্দেশ করিয়াছিলেন, তাহার ৭৬ বৎসর পরে ১৬৫৮ খৃঃ অব্দে সামুজার বন্দোবস্ত হওয়ায়, তিনি রাজার নির্দিষ্ট আয়ের বৃদ্ধি করিতে যত্নবান হন। কিন্তু তিনি যে বিশেষরূপ কৃতকাৰ্য্য হইয়াছিলেন বলিয়া বোধ হয় না । যাহা হউক, তিনি রাজা তোড়রমল্লের নির্দিষ্ট আয়ের উপর ৯, ৮৭, ১৬২ টাকা জমা বৃদ্ধি করেন, এবং সেই জমাকে ভূসম্পত্তির দ্যায় গণ্য করিয়া তাহ ৩৬১ পরগণায় বিভাগ করা হয় । সুজা জায়গীর জমার কোন রূপ বৃদ্ধি করেন নাই। সুতরাং সামুজার সময়ে