পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

89e মুর্শিদাবাদের ইতিহাস । বঙ্গরাজ্য অতিরিক্ত ১৫ সরকার ও ৬৬৮ পরগণায় বিভক্ত হইয়া ২৪, ২২, ৭৫৫ টাকা তাহার জমা বৃদ্ধি হইয়াছিল। তাহ হইলে স্বলতান মুজার সময়ে সমস্ত বঙ্গরাজ্য ৩৪ সরকার ও ১৩৫০ পরগণায় বিভক্ত হইয়া জায়গীর জমাসমেত যে তাহার ১,৩১,১৫,৯০৭ টাকা জমা বন্দোবস্ত হইয়াছিল তাহ স্পষ্ট বুঝা যাইতেছে। সাসুজার সংশোধিত বন্দোবস্ত তাহার পর হইতে আসল জমা নামে অভিহিত হইত। বাদসাহ আরঙ্গজেব সিংহাসনে আরোহণ করিয়া জ্যেষ্ঠ সামুজাকে কুলখার চাকল বঙ্গরাজ্য হইতে বিতাড়িত করিলে, মীরজুয়া, বিভাগ । সায়েস্ত৷ খ প্রভৃতি সুবেদার নিযুক্ত হন। সুবেদার মীরজুন্নার সময় কোচবিহার ও আসাম পুনরাক্রান্ত এবং সায়েস্তার্থীর সময় চট্টগ্রাম একেবারে আরাকানরাজের হস্ত হইতে বিচ্ছিন্ন হইয়া সম্পূর্ণরূপে মোগলসাম্রাজ্যেভুক্ত হইলেও অনেক দিন পর্য্যস্ত বাঙ্গালার রাজস্বসম্বন্ধে কোনরূপ নুতন বন্দোবস্ত হয় নাই। কোন রূপে তাহার রাজস্বট মাত্র রাজকোষে প্রেরিত হইত। এই সমস্ত কারণে বাঙ্গালার রাজস্বের বন্দোবস্তের জন্ত সম্রাটু আরঙ্গজেব মুর্শিদকুলী খাকে বাঙ্গালার দেওয়ান নিযুক্ত করিয়া পাঠান, এবং মুর্শিদকুলী কিরূপে নাজিমীর ব্যয় সংক্ষেপ, উড়িষ্যা প্রদেশে জায়গীর নির্দেশ ও রাজস্বসংগ্রহের সুচারু রূপ বন্দোবস্তের জন্য আমীনসকল নিযুক্ত করিয়াছিলেন, তাহ পূৰ্ব্বে উল্লিখিত হইয়াছে। এত দিন পর্যন্ত র্তাহার বন্দোবস্ত সম্পূর্ণ হইয় উঠে নাই, বা তাহ কোন স্থায়ী ভাবে পরিণত হয় নাই। সম্রাটু মহম্মদ সাহের নিকট হইতে তিনি নাজিমী ও দেওয়ানী প্রাপ্ত হইয়া বাঙ্গলার রাজস্বের স্থায়ী বন্দোবস্তে প্রবৃত্ত হন। তিনি প্রথমতঃ সমস্ত বঙ্গরাজ্যকে